নিউজ ডেস্ক
চলতি বছরে স্পেসএক্সের স্যাটেলাইট ব্রডব্যান্ড সেবা স্টারলিংকের ডাউনলোড গতি দ্বিগুন করার প্রতিশ্রুতি দিয়েছেন কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। বর্তমানে বেটা সার্ভিসে ১৫০ এমবিপিএস পর্যন্ত ডাউনলোড গতি থাকলেও সেটি ৩০০ এমবিপিএসে উন্নীত করা হবে। খবর জেডডি নেট।
মূলত বিশ্বব্যাপী প্রান্তিক জনগোষ্ঠীকে দ্রুতগতির ব্রডব্যান্ড সেবা দেয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে স্টারলিংক। গত অক্টোবর থেকে কোম্পানিটি ওয়াই-ফাই রাউটার, পাওয়ার সাপ্লাই, ক্যাবল এবং মাউন্টিং ট্রাইপডের জন্য ৪৯৯ ডলার এবং প্রতিমাসে স্যাটেলাইট ব্রডব্যান্ড সেবাটির জন্য ৯৯ ডলার সাবস্ক্রিপশন ফি নিচ্ছে।
বর্তমানে বেটা প্রোগ্রামের অধীনে নর্থ আমেরিকার ১০ হাজারের অধিক গ্রাহককে সেবা দিচ্ছে স্টারলিংক। এছাড়া কোম্পানিটি যুক্তরাজ্যের গ্রাহকদেরও সেবা দিচ্ছে। প্রতিনিয়তই কক্ষপথে যুক্ত হচ্ছে স্টারলিংকের স্যাটেলাইট। এছাড়া বিশ্বব্যাপী স্টারলিংক স্যাটেলাইট ব্রডব্যান্ড সেবা গ্রহণের জন্য নিবন্ধনেরও সুযোগ দিচ্ছে কোম্পানিটি।
Discussion about this post