শিক্ষার আলো ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চলমান পরীক্ষা স্থগিত করে দেওয়ায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার সময় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে বিক্ষোভ করে সাধারণ শিক্ষার্থীরা। পরে পরীক্ষা স্থগিত করার ঘোষণা প্রত্যাহারের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপিও দিয়েছে তারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া বলেন, আজকে পরীক্ষা স্থগিতের বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা স্মারকলিপি দিয়েছে। আমরা তাদের কথা শুনেছি। সোমবার পর্যন্ত সময় নিয়েছি তাদের কাছ থেকে। বিষয়টি নিয়ে আমরা আবারও বসব।
আন্দোলনকারী শিক্ষার্থী রুমান বলেন, সোমবার পর্যন্ত প্রক্টর স্যার সময় নিয়েছেন। কর্তৃপক্ষের কাছে আমাদের স্মারকলিপি পাঠাবেন। সোমবারেই আমাদেরকে সিদ্ধান্ত জানাবেন।
এর আগে মানববন্ধনে ছাত্ররা বলেন ৭৩ এর অধ্যাদেশে বলা হচ্ছে, বিশ্ববিদ্যালয় নিজে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে। অতএব শিক্ষা মন্ত্রণালয় কী বলেছে তা নয়, শিক্ষার্থীদের দাবির দিকে দেখতে হবে। অবিলম্বে চলমান পরীক্ষা স্থগিতাদেশ বাতিল করতে হবে।
এসময় অর্থনীতি বিভাগের ছাত্র দেওয়ান তাহমিদের সঞ্চালনায় নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আহমেদ কাওসার, বাংলা বিভাগের নিজামুদ্দীন টিপু, নৃবিজ্ঞান বিভাগের মোহাম্মদ জাহেদ, নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ঋজু লক্ষ্মী অবরোধ, ইংরেজি বিভাগের শাহ মোহাম্মদ শিহাব, প্রত্যয় নাফাক, বাংলা বিভাগের জান্নাতুস সাদিয়া পুষ্প, নৃবিজ্ঞান বিভাগের বিপ্লব, প্রাণিবিদ্যা বিভাগের সায়মা জাহান, পালি বিভাগের সলীল চাকমা প্রমুখ বক্তব্য দেন।
Discussion about this post