ফ্রেঞ্চ লীগ ওয়ানে ডিজোঁকে ৪-০ গোলে হারিয়ে শীর্ষে থাকা লিলের সাথে পয়েন্ট ব্যবধান কমালো পিএসজি
চ্যাম্পিয়নস লীগে বার্সেলোনাকে ৪-১ গোলে বিধ্বস্ত করার পর লীগ ওয়ানে এফসি মোনাকোর কাছে অপ্রত্যাশিত ভাবে ২-০ গোলে হারতে হয়েছিল ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন পিএসজিকে। তবে এক ম্যাচ পরেই আবারও জয়ে ফিরলো মৌরিসিও পচেত্তিনোর পিএসজি। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ডিজোঁকে ৪-০ গোলে হারিয়েছে বর্তমান লীগ চ্যাম্পিয়নরা।
ম্যাচের ছয় মিনিটেই পিএসজিকে এগিয়ে নেন ময়স কেন। দিয়ালোর পাস ধরে ডি-বক্সে ডিজোঁ ডিফেন্ডারদের ফাকি দিয়ে ডান পায়ের হালকা ছোঁয়ায় গোলে পরিণত করে এই ইতালীয়ান ফুটবলার। ম্যাচে দ্বিতীয় বারের মত লিড পেতে পিএসজিকে অপেক্ষা করতে হয় ৩২ মিনিট পর্যন্ত। কেহরারকে ফাউল করায় পেনাল্টি পায় পিএসজি, সফল স্পট কিকে গোল করেন কিলিয়ান এমবাপ্পে।
প্রথমার্ধের বিরতি থেকে ফেরা ছয় মিনিটেই তিন গোলের লীড পায় পিএসজি, আবারও গোল করেন কিলিয়ান এমবাপ্পে। কেহরারের বাড়ানো বল ডি-বক্সের সামনে থেকে বুদ্ধিদীপ্ত ভাবে সামনে বাড়িয়ে দেন রাফিনহা, সেখান থেকে বাম পায়ের বাঁকানো শটে গোল করেন এমবাপ্পে। এই গোলের মধ্য দিয়ে চলতি লীগে ১৮ তম গোলের দেখা পেলেন এই ফরাসি স্ট্রাইকার।
এই জয়ে ২৭ ম্যাচে ১৮ জয়, তিন ড্র ও ছয় হারে ৫৭ পয়েন্ট তিনি দুই নাম্বার অবস্থান করছে পিএসজি। অন্যদিকে এই হারে টেবিলের তলানীতেই থাকলো ডিজোঁ।
Discussion about this post