বুন্দেসলীগায় এফসি কোলনকে ৫-১ হারিয়ে শীর্ষ স্থান মজবুত করলো হ্যান্সি ফ্লিকের বায়ার্ন মিউনিখ।
বুন্দেসলীগায় আর মাত্র ১২ গোল করলেই জার্ড মুলারের ১৯৭১-৭২ মৌসুমে করা ৪০ গোলের রেকর্ড স্পর্শ করবেন বায়ার্ন মিউনিখের রবার্ট লেওয়ানডস্কি। কোলনের বিপক্ষে বড় জয়ের রাতে এই পোলিশ স্ট্রাইকার করেছেন দুই গোল। ম্যাচের ৩৩ ও ৬৫ মিনিটে দলের হয়ে দুই বার স্কোর শিটে নাম লেখান এই স্ট্রাইকার।
বুন্দেসলীগায় শেষ দুই ম্যাচেই পয়েন্ট হারানো বায়ার্ন মিউনিখ এদিন ম্যাচের ১৮ মিনিটেই এগিয়ে যায়। গোরেজকার হাওয়ায় ভাসানো ক্রস থেকে হেডে গোলে পরিণত করেন চুপো মোটিং। ম্যাচে এগিয়ে আরো বিধ্বংসী রুপে কোলনকে চেপে ধরে বায়ার্ন মিউনিখ। যার ফলে ৩৩ মিনিটে বায়ার্নকে এগিয়ে নেন গোল মেশিন রবার্ট লেওয়ানডস্কি। প্রথম গোলের যোগান দাতা গোরেজকার সাথে বল দেওয়া নেওয়া করে ডান পায়ের শটে গোলকিপার কে পরাস্ত করেন এই পোলিশ স্ট্রাইকার।
দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে গেলেও ৪৯ মিনিটে ম্যাচে ব্যবধান কমায় কোলন। বায়ার্নের দুই ডিফেন্ডারকে কাটিয়ে চিপ শটে ম্যানুয়েল নয়্যারের মাথার উপর বল জালে জড়ান স্কিনি।
তবে গোল হজমের ১৬ মিনিট পরেই আবারো লিড নেয় বায়ার্ন মিউনিখ। দ্বিতীয় বারের মত স্কোর শিটে নাম লেখান লেওয়ানডস্কি। থমাস মূলারের থ্রু পাস ধরে চলমান বল দারুণ ভাবে পা লাগিয়ে গোল করে চলতি লীগে ২৮ গোল পূরণ করেন তিনি।
ম্যাচের ৮২ ও ৮৬ মিনিটে আরো দুই গোল করে কোলনকে বিধ্বস্ত করেন সার্জি নাব্রি।
Discussion about this post