পাকিস্তান সুপার লীগের ষষ্ঠ আসরের প্রথম ৯ ম্যাচের ৯টিতেই জয় পেয়েছে টসে জয়ী দল।
পাকিস্তান সুপার লীগের ষষ্ঠ আসরের নবম ম্যাচে বাবর আজমের অপরাজিত ৯০* রানের অনবদ্য ইনিংসে মুলতান সুলতান্সকে ৭ উইকেটে হারিয়েছে লাহোর কালান্দার্স। এ নিয়ে চলমান আসরের প্রথম নয় ম্যাচের নয়টিতেই জয় পেয়েছে টস জেতা দল এবং প্রতিটি ম্যাচেই প্রতিটি জয়ী দলের অধিনায়ক আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন।
চলমান পাকিস্তান সুপার লীগে করাচি ন্যাশনাল স্টেডিয়ামে এখন পর্যন্ত নয় ম্যাচের চারটি ম্যাচে ১৯০ এর বেশি রান করেও ম্যাচ হেরেছে টসে হারা দল। তাই তো সমীকরণ এমন দাঁড়িয়েছে যে, ‘টস জয় মানেই ম্যাচ জয়!
শনিবারও টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৫ রানের বড় সংগ্রহ দাঁড় করেছিল মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন মুলতান সুলতান্স। সুলতান্সের হয়ে জেমস ভিন্স ৪৫ (২৯), অধিনায়ক রিজওয়ান ৪৩ (৩২), শোয়েব মাকসুদ ৩৪* (২৭), ক্রিস লিন ৩২ (১৪) রান করেছিলেন।
পাকিস্তানে চলমান পিএসএলের ৪ ম্যাচে ৫৭.৭৫ গড়ে সর্বাধিক ২৩১ রান করেছেন মোহাম্মদ রিজওয়ান। স্বীকৃত টি-টোয়েন্টিতে তার খেলা সর্বশেষ ৮ ইনিংসের রান সংখ্যাগুলো হলো ৮৯, ১০৪*, ৫১, ৪২, ৭১, ৪১, ৭৬ এবং ৪৩। এর ফলে স্বীকৃত টি-টোয়েন্টিতে ভারতের রবিন উথাপ্পার টানা ৮ ইনিংসে ৪০ অথবা তার বেশি রান করার অনন্য রেকর্ড স্পর্শ করলেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান।
বড় লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে আকমণাত্মক ছিলেন করাচির দুই ওপেনার বাবর আজম এবং সার্জিল খান। সার্জিল ২৭(১৪) রানে ফিরে গেলেও জো ক্লার্ককে নিয়ে জয়ের পথে এগুতে থাকেন করাচি কিংসের অধিনায়ক বাবর। পিএসএলে ৩২ বলে নিজের দ্রুততম ফিফটি পূরণ করা বাবর আজম, শেষ পর্যন্ত ৬০ বলে এই প্রতিযোগিতায় নিজের সর্বোচ্চ ইনিংস ৯০* রানে অপরাজিত ছিলেন।
১৩ চার আর ১ ছয়ে ১৫০ স্ট্রাইক রেটের এই দূর্দান্ত ইনিংস সাজিয়ে ছিলেন পাকিস্তান এবং করাচি অধিনায়ক। এছাড়া জেমস ভিন্স ৫৪ (২৬) এবং মোহাম্মদ নবী ১৩*(৮) রানে ৭ বল বাঁকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় করাচি কিংস।
Discussion about this post