দীর্ঘদিন ধরেই হেড কোচ ছাড়াই চলছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের কার্যক্রম। করোনা মহামারিতে দেশের ক্রিকেট বন্ধ হবার সময়েই দায়িত্ব ছেড়ে চলে গেছেন নারী দলের ভারতীয় কোচ আঞ্জুম জৈন। তবে জাতীয় দলের অলরাউন্ডার জাহানারা বলছেন, হেড কোচ না থাকলেও কোনও সমস্যা হচ্ছেনা তাদের।
করোনা মহামারী বিরতি কাটিয়ে ক্রিকেটে ফিরেছে সাকিব-তামিমরা। কিন্তু এখনও পর্যন্ত প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেনি নারী ক্রিকেট দল। তবে সিলেটে চলছে জাহানারাদের ১ মাসের ক্যাম্প। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে প্রস্তুত সবাই। সিলেটে আয়োজিত দশটি একদিনের ম্যাচ খেলে নিজেদের ফিটনেস নিয়ে সন্তুষ্ট সালমা-পিংকিরা।
“প্রধান কোচ না থাকায় আমাদের খুব একটা সমস্যা হচ্ছে না। এখানে স্কিল ওয়াইজ আলাদা কোচ আছে। সবাই খুব ভালো কাজ করছে। যেমন সিলেটে নির্বাচক মঞ্জু ভাই কাজ করেছেন আমাদের নিয়ে যেহেতু উনি একজন পেস বোলার ছিলেন সেহেতু উনি আমাদের পেস বোলারদের নিয়ে আলাদা করে কাজ করেছেন। এখানে আসার পর ব্যাটিয়ে সানু স্যার, স্পিন কোচ ওয়াহিদ গনি স্যার আছেন। সুতরাং বলা যায় মোটামুটি পরিকল্পনা মোতাবেক ভালোই চলছে।”
আগামী ২৮ মার্চ ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং ক্রিকেট দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাদের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবেন জাহানারা আলমরা।
প্রতিযোগিতা মূলক ক্রিকেটে ফেরার আগে নিজের প্রস্তুতি নিয়ে জাহানারা আরও বলেন, “সিলেটে ৫০ ওভারের ম্যাচ খেলেছি ১০ টা। সেখানে সবাই মোটামুটি ফিট ছিল। সবাই ভালো খেলেছে। কেউ কিন্তু ইনজুরিতে পড়েনি। এদিক থেকে আমি বলতে পারি তারা যথেষ্ট ফিট।”
Discussion about this post