নিজস্ব প্রতিবেদক
ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় পর্ব পরীক্ষা-২০১৯ এর ফলাফল প্রকাশিত হয়েছে। রবিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ এ ফলাফল ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে থেকে বলা হয়েছে, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের অধীনে সারা দেশের কামিল স্নাতকোত্তর ১ম পর্বে ৪৭ হাজার ৪০৮ জন ও ২য় পর্বে ২৩ হাজার ৪২১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
১ম পর্বে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ৪৫ হাজার ৩৮৯ জন, পাশের হার ৯৫.৭৪%। ২য় পর্বে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ২২ হাজার ৮৩০ জন, পাশের হার ৯৭.৪৮%। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭০ হাজার ৮২৯ জন।
পরীক্ষার ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এস. এম. এহসান কবীর, রেজিস্ট্রার এ. এস. মাহমুদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস. এম. গাউসুল আজম, উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ড. মোঃ রফিক আল মামুন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব), জনাব মোঃ জিয়াউর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পরীক্ষার ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iau.edu.bd-এ পাওয়া যাবে।
Discussion about this post