নিজস্ব প্রতিবেদক
২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার রিভিউয়ের ফলাফল প্রকাশিত হয়েছে। রবিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার থেকে শিক্ষার্থীরা স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে পারছেন। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে ফলাফলে অসন্তুষ্ট হয়ে ঢাকা বোর্ডে ৪ হাজার ১১৫ জন পরীক্ষার্থী আবেদন করলেও মাত্র একজন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।
রাজশাহী বোর্ডের মাত্র ১ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। তিনি নতুন করে জিপিএ-৫ পেয়েছেন। এ বোর্ডে ১ হাজার ৯২২ জন শিক্ষার্থী ফল রিভিউয়ের আবেদন করেছিলেন।
চট্টগ্রাম বোর্ডের মাত্র ৬ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। তবে, ফল পরিবর্তনে কেউ জিপিএ-৫ পায়নি। চট্টগ্রাম বোর্ডের ১ হাজার ৮৮৫ জন শিক্ষার্থী ফল রিভিউয়ের আবেদন করেছিলেন।
যশোর বোর্ডের ৬ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এদের মধ্যে একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। যশোর বোর্ডের ১ হাজার ৬৯৪ জন শিক্ষার্থী ফল রিভিউয়ের আবেদন করেছিলেন।
সিলেট বোর্ডের মাত্র ১ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। সে নতুন করে জিপিএ-৫ পেয়েছে। এ বোর্ডে ৯৪৭ জন পরীক্ষার্থী ফল রিভিউয়ের আবেদন করেছিলেন।
বরিশাল বোর্ডের মাত্র ৪ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এ বোর্ডে ৬৪২ জন পরীক্ষার্থী ফল রিভিউয়ের আবেদন করেছিলেন।
ময়মনসিংহ বোর্ডের কোন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়নি। এ বোর্ডে ৯১৬ জন শিক্ষার্থী ফল রিভিউয়ের আবেদন করেছিলেন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের কোন আলিম পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়নি। এ বোর্ডে ৫১৭ জন আলিম পরীক্ষার্থী ফল রিভিউয়ের আবেদন করেছিলেন।
প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার অটোপাস দেয়ায় পরীক্ষার রেজিস্ট্রেশন করা সব শিক্ষার্থীই পাস করেছেন। পাসকৃতদের মধ্যে ১ লাখ ৬১ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন।
তথ্যমতে, গত ৩১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ফল রিভিউয়ের আবেদন করার সুযোগ পান শিক্ষার্থীরা। এবার এইচএসসি ও সমমানের প্রায় ১৫ হাজার পরীক্ষার্থী ফল পর্যালোচনার জন্য আবেদন করেছেন। ১১টি বোর্ডে ১৫ হাজার ৭২৭ জন পরীক্ষার্থী ফল পর্যালোচনার জন্য আবেদন করেছেন।
Discussion about this post