নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের তারুণ্যের আইকন সফল উদ্যোক্তা সৈয়দ জালাল উদ্দিন আহমেদ রোম্মান ‘সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড-২০২০’ পেয়েছেন। লাইফস্টাইল, বিজনেস, পরিচালনা ও বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের ব্যবস্থা করার স্বীকৃতিস্বরুপ দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই এর উদ্যোগে এই অ্যাওয়ার্ডের ‘বিজনেস ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রিনিউরশিপ ’ ক্যাটাগরিতে বিশেষ এই সম্মাননা প্রদান করা হয় বন্দরনগরীর এই কৃতি ব্যবসায়ীকে।।
গেলো শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চ্যানেল আই চত্বরে জমকালো এক অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের এবং চ্যানেল আই’র পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। ব্যবসায়ে নতুনত্বকে স্বাগত জানাতে এ সম্মাননা দেয়া হয়েছে জানিয়ে রোম্মান আহমেদ বলেন, আগে আমরা বিজনেস বলতে বুঝতাম শুধু আমদানি। কিন্তু নতুন নতুন বিজনেস আইডিয়া এখন দেশে প্রতিষ্ঠিত হয়েছে।
লাইফস্টাইল নিয়েও যে বিজনেস হতে পারে, এর মধ্য দিয়ে তরুণদের কর্মসংস্থান হতে পারে সে ধারণা অনেকের মধ্যেই ছিলো না। চ্যানেল আই সেই নতুনত্বকে স্বাগত জানিয়েছে। ‘বিজনেস ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ ‘ সম্মাননা পেয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, চ্যানেল আই এর মতো দেশের একটি বড় গণমাধ্যমের কাছ থেকে সম্মাননা পেয়ে ভালো লাগছে। এ সম্মাননা হলো কাজের স্বীকৃতি।
আর স্বীকৃতি কাজের গতি বাড়ায়। নতুন উদ্যমে কাজ করতে উৎসাহ দেয়। তিনি আরো বলেন, আগামী দিনে তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে নতুন নতুন উদ্যোগ গ্রহণে এই অর্জন আমাকে অনুপ্রাণিত করবে। আমি চ্যানেল আই ও শাইখ সিরাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
উল্লেখ্য, সৈয়দ রোম্মান আহমেদ চট্টগ্রাম মহানগরীতে তারুণ্য নির্ভর ব্যতিক্রমী বিজনেস আইডিয়া বাস্তবায়নে ইতোমধ্যে ব্যাপক সাফল্য অর্জন করেছেন। ডিজিটাল মাধ্যমে ব্যবসা প্রসারেও তিনি একজন সফল উদ্যোক্তা।ব্যিবসার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, শিল্প সংস্কৃতিতেও নানা অবদান রয়েছে তাঁর। তিনি চট্টগ্রামের জনপ্রিয় হাইড আউট লাউঞ্জ, হাইড আউট গেম জোন অ্যান্ড থিম পার্ক, উইন্ড অব চেইঞ্জ, হ্যামার স্ট্রেংথ ফিটনেস সেন্টার, হাবিব তাজকিরাজ লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
Discussion about this post