নিজস্ব প্রতিবেদক
২০২০-২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সিলেট বিভাগের চার জেলার মূল কেন্দ্র হবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
বুধবার (৩ মার্চ) শাবিপ্রবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শাবিপ্রবি রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষায় সিলেট অঞ্চলের মূল কেন্দ্র হিসেবে শাবিপ্রবি কাজ করার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। আমাদের এখানে জায়গা না হলে সিলেটের অন্য প্রতিষ্ঠানে পরীক্ষা হবে।
প্রসঙ্গত, আগামী ২১ মে থেকে ৫ জুন পর্যন্ত পাঁচটি ইউনিটের অধীনে ঢাবির ভর্তি পরীক্ষা নেয়া হবে। ঢাবিসহ দেশের আটটি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Discussion about this post