অনলাইন ডেস্ক
শিগগিরই নির্ধারিত কিছু স্যামসাং উইন্ডোজ ১০ পিসিতে চালু হবে স্যামসাং মেসেজিং সেবা। এই অ্যাপটি স্যামসাং ব্যবহারকারীদেরকে তাদের পিসির সাথে স্যামসাং স্মার্টফোনকে যুক্ত করার সুযোগ দেবে। ফলে কোনো থার্ড পার্টি স্ক্রিণ মিররিং অ্যাপস ছাড়াই ঐ পিসি থেকে এসএমএস এবং এমএমএস পাঠানো কিংবা গ্রহণ করা যাবে।
তবে পিসিটিতে ফাইভজি কিংবা ফোরজি এলটিই সংযোগ থাকতে হবে। স্যামসাংয়ের পক্ষ থেকে অবশ্য অ্যাপটি উন্মোচনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি। তবে মাইক্রোসফট স্টোরে ইতিমধ্যেই স্যামসাং মেসেজিং অ্যাপটি দেখা গেছে।
এখনই সব পিসি থেকে অ্যাপটি ডাউনলোড করার সুযোগ নেই। তবে মাইক্রোসফট স্টোরে থাকা একটি স্ক্রিণশট থেকে বেশকিছু তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, স্যামসাং পিসি যেমন গ্যালাক্সি ট্যাবপ্রো এস, গ্যালাক্সি বুক ১০.৬ এলটিই, গ্যালাক্সি বুক ১২ এলটিই, গ্যালাক্সি বুক ২, গ্যালাক্সি ফ্লেক্স ২ ফাইভজিসহ কয়েকটি নির্ধারিত মডেলে এই মেসেজিং অ্যাপটি ব্যবহার করা যাবে। তবে আগামীতে আরও মডেল যুক্ত হবে কিনা সেটি জানা যায়নি।
Discussion about this post