খেলাধূলা ডেস্ক
করোনা পরিস্থিতির পর খেলতে এই প্রথম মাঠে নেমেছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। শনিবার (৬ মার্চ) সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নবম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস ২০২০-এর মধ্য দিয়ে নারী ক্রিকেটাররা এই প্রথম মাঠে খেলতে শুরু করেছেন। ১২ মার্চ পর্যন্ত চলবে নারী ক্রিকেটারদের এই ইভেন্ট।
শনিবার সকাল ১০টায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহসচিব সৈয়দ সাহেদ রেজা চৌধুরী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে নবম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস ২০২০-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এইচ মাহফুজু রহমান, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকারিয়া, বিসিবি পরিচালক শফিউল আলম নাদেল, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনসহ সভাপতি বশির মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিতু এবং সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ।
এর আগে সালমা খাতুনের অধিনায়কত্বে টস জিতে বোলিং নেয় নীল দল। আসরের প্রথম খেলা হচ্ছে লাল ও নীল দলের সঙ্গে।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচ মঞ্জুরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সাউথ আফ্রিকার সঙ্গে বাংলাদেশের ইমার্জিং টিম থাকবে। এর জন্য এ আসরটি দ্রুত শেষ করা হচ্ছে। গেল বছর করোনার কারণে কোনো খেলাই হয়নি।
৮ ও ১০ মার্চ আরও দুটি খেলা অনুষ্ঠিত হবে। সেখান থেকে টপ ১ ও টপ ২-এর মধ্যে ১২ মার্চ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
Discussion about this post