শহীদ আফ্রিদির মেয়ের জামাই হতে চলেছেন জাতীয় দলের বর্তমান তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি। সংবাদপত্র ‘ডেইলি পাকিস্তান’ এর মতে শীঘ্রই শাহীনের সাথে শহীদ আফ্রিদির বড় মেয়ে আকসার বাগদান অনুষ্ঠিত হবে।
শনিবার সংবাদপত্রটির প্রকাশিত খবরে বলা হয়েছে, “উভয় পরিবারের অনুমতি নিয়েই শাহীন আফ্রিদি এবং শহীদ আফ্রিদির কন্যার মধ্যে বাগদানের গুজব স্পষ্ট করে জানাতে চাই। ইতিমধ্যেই উভয় পরিবার এ বিষয়ে সম্মত হয়েছে। ধারণা করা হচ্ছে তার (আকসা )পড়াশুনা শেষ হওয়ার পরে আগামী ২ বছরের মধ্যে চূড়ান্ত বাগদান অনুষ্ঠিত হবে।”
তবে পাকিস্তান অবজারভার বলছে, এ বিষয়ে দুই পরিবারের কেউই এখনো কিছু জানায়নি।
৪১ বছর বয়সী বিশ্বকাপ জয়ী পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদির পাঁচ জন মেয়ে রয়েছে। তারা হলেন আকসা, আনশা, আজওয়া, আসমারা ও আরওয়া। আকসা তাঁর বড় মেয়ে, যিনি ২০ বছর বয়সী এবং তাঁর সাথেই শাহীন শাহ আফ্রিদির বিয়ে হওয়ার কথা চলছে।
২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আলো কেড়েছিলেন তিনি। সে বছরই মাত্র ১৭ বছর বয়সে তিন ফরম্যাটেই পাকিস্তানের জাতীয় দলে অভিষেক হয়েছিলো শাহীন শাহ আফ্রিদির। তারপর থেকে তিন ফরম্যাটেই পাকিস্তানের জার্সিতে নিয়মিত খেলে আসছেন বাঁহাতি পেসার। সম্প্রতি সবচেয়ে কম টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন।
পাকিস্তানের জার্সি গায়ে এখন পর্যন্ত ১৫টি টেস্ট, ২২টি ওয়ানডে এবং ২১টি টি-টোয়েন্টি খেলেছেন শাহিন আফ্রিদি। তিন সংস্করণ মিলিয়ে তার উইকেট সংখ্যা ১১৭। যেখানে তিনি প্রতিটি উইকেট নিতে গড়ে ২৬.৭১ রান দিয়েছে এবং প্রতি ৬.৪১ ওভারে একটি করে উইকেট নিয়েছেন। টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে তাঁর চেয়ে বেশিবার ৫ উইকেট নেওয়ার কীর্তি আছে শুধুমাত্র শ্রীলঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গার।
Discussion about this post