পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে জয়ের পরে পরপর দুই ম্যাচ হেরে গেছে স্বাগতিক নিউজিল্যান্ড। ম্যাচ হারের ক্ষত শুকানোর আগেই আরও একটি দুঃসংবাদ কিউই শিবিরে। শাস্তি পাচ্ছেন ফাস্ট বোলার টিম সাউদি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে আম্পায়ারের সাথে অশোভন আচরণের জন্য জরিমানা করা হয়েছে সাউদিকে। অ্যারন ফিঞ্চের বিপক্ষে এলবিডাব্লিউয়ের আবেদন করেছিলেন তিনি। রিভিউ নেওয়ার পর আম্পায়ার্স কলের কারণে থার্ড আম্পায়ার ফিঞ্চকে নট-আউট ঘোষণা করেন। আর এতেই আম্পায়ারের বিপক্ষে ক্ষেপে যান সাউদি।
ক্যামেরার সামনে সাউদির অখেলোয়াড় সুলভ আচরণ চোখ এড়ায়নি ম্যাচ রেফারির। আম্পায়ারের সাথে অশোভন আচরণের জন্য শাস্তির ব্যবস্থা রেখেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আইসিসির কোড অব কন্ডাক্ট অনুচ্ছেদ ২.৮ ভঙ্গের অভিযোগ আনা হয়েছে এই ফাস্ট বোলারের বিপক্ষে। যাটি ভাঙলে সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ ভাগ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট । কিন্তু সাউদিকে প্রাথমিক তিরস্কারের পাশাপাশি ১টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
Discussion about this post