আইপিএলের ১৪তম সংস্করনের পর্দা উঠবে ৯ এপ্রিল। যা চলবে ৩০ মে পর্যন্ত। এমন খবরই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই।
নাম প্রকাশে অনিচ্ছুক আইপিএলের গভর্নিং কাউন্সিলের এক কর্তা জানিয়েছেন, “শীঘ্রই একটি মিটিংয়ে বসবে গভর্নিং কাউন্সিল। সেখানেই চুড়ান্ত হবে সবকিছু। আগামী সপ্তাহে হতে পারে সেই বৈঠক।” গভর্নিং কাউন্সিলের ওই সদস্য বলেন, “আইপিএল কোথায় হবে, সে বিষয়ে যে বৈঠকে চূড়ান্ত বৈঠক হবে, সেই বৈঠকের দিনক্ষণ এখনও ঠিক করা হয়নি। প্রস্তাব অনুযায়ী ৯ এপ্রিল থেকে শুরু হবে আইপিএল এবং ৩০ মে হবে ফাইনাল।”
প্রাথমিকভাবে একটি মাত্র ভেন্যুতে আইপিএল আয়োজনের সিদ্ধান্ত হলেও হলেও সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিসিসিআই। ৪-৬ টি ভেন্যুতে হতে পারে আইপিএল ২০২১ এর আসর। সুত্রটি আরও বলেন, “আসলে যে পরিকল্পনা করা হয়েছিল, সেখান থেকে এগিয়ে একাধিক শহরে আইপিএল আয়োজনের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
পরিস্থিতি যেহেতু স্বাভাবিকের দিকে এগিয়ে যাচ্ছে, তাই বেশি সংখ্যক সমর্থকের কাছে আইপিএল পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হচ্ছে। আইপিএলের চূড়ান্ত শহর নির্ধারণের আগে অবশ্যই জৈব-সুরক্ষা বলয় এবং যাতায়াতের বিষয়টি মাথায় রাখতে হবে। অংশগ্রহণকারীদের স্বাস্থ্যের উপর সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে বোর্ড।”
ভারতের করোনা ভাইরাস পরিস্থিতি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়াই গত বছর আইপিএল ভারত থেকে সরিয়ে নেয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। যেটিতে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স।
দেখে নেওয়া যাক নিলাম শেষে দলগুলোর চূড়ান্ত স্কোয়াডঃ
কলকাতা নাইট রাইডার্স
ধরে রাখা দলঃ দিনেশ কার্তিক, নিতিশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান, শুবমান গিল, আন্দ্রে রাসেল, শিবম মাভি, সুনীল নারাইন, কুলদীপ যাদব, লকি ফারগুসন, বরুণ চক্রবর্তী, কামলেশ নাগারকোটি, প্রসিধ কৃষ্ণ, রিঙ্কু সিং, সন্দীপ ওয়ারিয়ার, প্যাট কামিন্স, হ্যারি গার্নি, আলী খান।
নিলাম থেকে যাদের নেওয়া হয়েছেঃ সাকিব আল হাসান, বেন কাটিং, হরভজন সিং, পবন নেগি, করুণ নায়ার, শেলডন জ্যাকসন, আরোরা, আইয়ার।
রাজস্থান রয়্যালস
ধরে রাখা দলঃ সঞ্জু স্যামসন, ডেভিড মিলার, রবিন উথাপ্পা, বেন স্টোকস, জস বাটলার, রিয়ান পরাগ, রাহুল তেভাতিয়া, শ্রেয়াস গোপাল, মানান ভোহরা, মাহিপাল লমরর, মায়াঙ্ক মারকান্দে, জফরা আর্চার, জয়দেব উনাদকাট, কার্তিক ত্যাগী, অ্যান্ড্রু টাই, যশস্বী জয়সওয়াল, অনুজ রাওয়াত।
নিলাম থেকে যাদের নেওয়া হয়েছেঃ মুস্তাফিজুর রহমান, ক্রিস মরিস, শিভম দুবে, লিয়াম লিভিংস্টোন, কারিয়াপ্পা, কুলদীপ যাদব, আকাশ সিং, চেতন সাকারিয়া।
মুম্বাই ইন্ডিয়ান্স
ধরে রাখা দলঃ রোহিত শর্মা, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, কুইন্টন ডি কক, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, সৌরভ তিওয়ারি, ক্রিস লিন, কাইরন পোলার্ড, আদিত্য তারে, জয়ন্ত যাদব, আনমলপ্রীত সিং, ট্রেন্ট বোল্ট, জাসপ্রিত বুমরাহ, মহসিন খান, রাহুল চাহার, অনুকূল রয়।
নিলাম থেকে যাদের নেওয়া হয়েছেঃ জিমি নিশাম, অ্যাডাম মিলনে, পিযুশ চাওলা, নাথান কোল্টার-নেইল, অর্জুন টেন্ডুলকার, মারতক জেনসেন, যুদবির চারাক।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
ধরে রাখা দলঃ বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, দেবদূত পাডিকাল, জশোয়া ফিলিপ, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, যুযবেন্দ্র চাহাল, মোহাম্মদ সিরাজ, নবদ্বীপ সাইনি, পবন দেশপান্ডে, অ্যাডাম জাম্পা, কেন রিচার্ডসন।
নিলাম থেকে যাদের নেওয়া হয়েছেঃ গ্লেন ম্যাক্সওয়েল, কাইল জেমিসন, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, মোহাম্মদ আজহারউদ্দীন, শচিন বেবি, রজত পাতিদার, কেএস ভারত, সুয়েশ প্রভুদেশাই।
চেন্নাই সুপার কিংস
ধরে রাখা দলঃ মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, ফাফ ডু প্লেসিস, আম্বাতি রাইডু, এন জাগাদীশান, ঋতুরাজ গায়কোয়াদ, স্যাম কারান, রবীন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো, মিচেল স্যান্টনার, জশ হ্যাজলউড, ইমরান তাহির, শার্দুল ঠাকুর, দিপক চাহার, লুঙ্গি এনগিদি, করণ শর্মা, কেএম আসিফ, সাই কিশোর।
নিলাম থেকে যাদের নেওয়া হয়েছেঃ মঈন আলী, কৃষ্ণপ্পা গৌতম, চেতশ্বর পুজারা, সি হারি নিশান্ত, ভগত ভার্মা, হরিশঙ্কর রেড্ডি।
পাঞ্জাব কিংস
ধরে রাখা দলঃ লোকেশ রাহুল, ক্রিস গেইল, মায়াঙ্ক আগারওয়াল, নিকোলাস পুরান, দিপক হুদা, সরফরাজ খান, মানদীপ সিং, প্রাভসিমরান সিং, মোহাম্মদ শামি, ক্রিস জর্ডান, দর্শন নালকান্দে, রবি বিষ্ণয়, মুরুগান অশ্বিন, আর্শদ্বীপ সিং, হারপ্রীত ব্রার, ইষান পোরেল।
নিলাম থেকে যাদের নেওয়া হয়েছেঃ ঝাই রিচার্ডসন, শাহরুখ খান, রিলে মেরিডিথ, ময়েজেস হেনরিকস, ডেভিড মালান, ফাবিয়ান অ্যালেন, জালাল সাক্সেনা, উৎকর্ষ সিং, সৌরভ কুমার।
সানরাইজার্স হায়দ্রাবাদ
ধরে রাখা দলঃ ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, মনিশ পান্ডে, জনি বেয়ারস্টো, আব্দুল সামাদ, মিচেল মার্শ, জেসন হোল্ডার, প্রিয়াম গার্গ, ঋদ্ধিমান সাহা, মোহাম্মদ নবী, রশিদ খান, সন্দ্বীপ শর্মা, অভিষেক শর্মা, বাসিল থাম্পি, ভুবনেশ্বর কুমার, শাহবাজ নাদীম, শ্রীভতস গোস্বামী, সিদ্ধার্থ কাউল, খলিল আহমেদ, থাঙ্গারাসু নাটারাজান, বিজয় শঙ্কর, বিরাট সিং।
নিলাম থেকে যাদের নেওয়া হয়েছেঃ কেদার যাদব, মুজিব-উর রহমান, জে সূচিত।
দিল্লি ক্যাপিটালস
ধরে রাখা দলঃ শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্ত, শেখর ধাওয়ান, পৃথ্বী শ, আজিঙ্কা রাহানে, শিমরন হেটমেয়ার, ক্রিস ওকস, মার্কাস স্টয়নিস, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, আক্সার প্যাটেল, অমিত মিশ্র, আবেশ খান, কাগিসো রাবাদা, অ্যানরিখ নরকিয়া, প্রভিন ডুবে, ললিত যাদব।
নিলাম থেকে যাদের নেওয়া হয়েছেঃ স্টিভেন স্মিথ, স্যাম বিলিংস, টম কারান, উমেশ যাদব, রিপাল প্যাটেল, লুকমান মেরিওয়ালা, এম সিদ্ধার্থ, বিষ্ণু বিনোদ।
Discussion about this post