শনিবার ঢাকাস্থ হোটেল লা মেরিডিয়ানে অনুষ্ঠিত হলো মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্য পরিচালনা পরিষদের নির্বাচন। যেখানে ১৬ পদের বিপরীতে ৫১ জন মনোনয়ন পত্র ক্রয় করলেও জমা দেন মাত্র ২০ জন। এর মধ্যে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও সাংসদ জনাব আব্দুস সালাম মুর্শেদির নামও তালিকা ভুক্ত ছিল। যদিও মমোনয়ন পত্র ক্রয় বা জমা কোনও কিছুই তিনি স্ব-শরীরে করেননি। নির্বাচনে ১২১ টি ভোট পেয়ে ১৮ তম হয়েছে তিনি।
যদিও এই নির্বাচনের কোনো কার্যক্রমেই আব্দুস সালাম মুর্শেদিকে দেখায় যায়নি। এমনকি নির্বাচন কেন্দ্রেও তিনি উপস্থিত ছিলেন না।
এছাড়াও ভোটের লড়াইয়ে হারের তিক্ত স্বাদ পেয়েছেনঃ
★ মো. মোস্তাকুর রহমান – ১৪১
★ সাজেদ এ এ আদেল – ৯৫
★ কামরুন নাহার ডানা – ৫৪
এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহামেডানের সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক সেনা প্রধান মোঃ আব্দুল মুবীন। তাই আজ সভাপতি পদের জন্য কোনো ভোট প্রয়োগ করতে হয়নি। তবে ১৬টি পরিচালক পদের জন্য নির্বাচন কেন্দ্রে ভোট দিতে আসেন ২৩৯ জন স্থায়ী সদস্য৷ ২০জন প্রার্থীর মধ্যে নির্বাচিত ১৬ জন হলেনঃ
★ শফিকুল ইসলাম মহিউদ্দিন এমপি – ২২৬
★ মাহবুব-উল আনাম – ২২৩
★ প্রকৌশলী গোলাম মো. আলমগীর – ২২৩
★ সিদ্দিকুর রহমান – ২২২
★ মোস্তফা কামাল – ২২০
★ মাসুদুজ্জামান – ২১৯
★ মইন উদ্দিন হাসান রসিদ – ২১৮
★ এ. জি. এম সাব্বির – ২১৮
★ কাজী ফিরোজ রশীদ এমপি – ২১৮
★ দাতো মো. ইকরামুল হক – ২১৫
★ মো. মঞ্জুর আলম – ২১৪
★ খোজেস্তা-নুর-ই-নাহরিন – ২১০
★ আবু হাসান চৌধুরী প্রিন্স – ২০৮
★ প্রকৌশলী কবির আহমদ ভুঁইয়া – ১৭৬
★ মো. হানিফ ভুঁইয়া – ১৪৪
★ জামাল রানা – ১৪৪
Discussion about this post