নিজস্ব প্রতিবেদক
১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দি উদ্যান) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের দিনটি সশ্রদ্ধচিত্তে পালন করেছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)।
আজ ৭ মার্চ রবিবার সকাল ১০টায় ইডিইউ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান। তিনি বলেন, সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্ঠে অধিকারবঞ্চিত বাঙালির আশা-আকাক্সক্ষা ও স্বপ্নের উচ্চারণ শুনেছিলো বিশ্ববাসী। মাত্র ১৯ মিনিটের ওই ভাষণে তিনি শোষিত-বঞ্চিত-নিপিড়িত বাঙালির প্রাণের দাবি এবং সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক মুক্তির রূপরেখা তুলে ধরেন।
আমাদের জাতীয় জীবনে ৭ মার্চের গুরুত্ব অপরিসীম। ২৩ বছরের পাকিস্তানি শোষণ-নিপীড়ন-নিষ্পেষণের জিঞ্জির ভাঙতে বঙ্গবন্ধুর ৭ মার্চের কালজয়ী ভাষণ উজ্জীবিত করেছিল বাঙালিদের।
স্কুল অব বিজনেসের অ্যাসোসিয়েট ডিন ড. মু. রকিবুল কবির বলেন, সাতই মার্চের ভাষণ আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা, নতুন দিগন্তের হাতছানি, স্বপ্ন বোনার ভিত্তি। এ ভাষণ এক অনন্য কাব্যগাঁথা, এর শব্দমালা হৃদয় শিহরণ জাগানো এক স্বর্গীয় অনুভূতি। পৃথিবীর প্রতিটি প্রান্তে এ কালোত্তীর্ণ সার্বজনীন পংক্তিমালা মানুষকে স্বপ্ন দেখিয়ে যাবে, বুনে দিবে স্বাধীনতার সুপ্ত বাসনা। এসময় আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসোসিয়েট ডিন ড. মু. নাজিম উদ্দিন, স্কুল অব লিবারেল আর্টসের অ্যাসোসিয়েট ডিন শহিদুল ইসলাম চৌধুরী প্রমুখ।
Discussion about this post