স্প্যানিশ ক্লাব বার্সেলোনার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক সভাপতি হুয়ান লাপোর্তো। রোববার দিনব্যাপী চলা ৪১তম প্রেসিডেন্সিয়াল নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে ফের কাতালানদের শীর্ষ কর্তা নির্বাচিত হয়েছেন ৫৮ বছর বয়সী অভিজ্ঞ এই রাজনীতিবিদ।
তীব্র সমালোচনার মুখে পড়ে প্রেসিডেন্ট পদ থেকে জোসেপ মারিও বার্তোমেউ পদত্যাগ করলে কাতালুনিয়ান ক্লাবটির নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটের তারিখ ঘোষণা করা হয়। তবে করোনার কারণে প্রথমে ঘোষিত তারিখে নির্বাচন করা সম্ভব হয়নি।
রোববার শুরু হয় বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচন। প্রথমে দৃঢ় প্রতিদ্বন্দ্বীতার আভাস দিয়েছিল তিন প্রার্থী হুয়ান লাপোর্তা, ভিক্টর ফন্ট এবং টনি ফ্রেক্সা। তবে সবাইকে ছাড়িয়ে শেষ পর্যন্ত সাবেক প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তোর উপর ফের ভরসা ব্লাউগ্রানাদের।
কাতালান ভিত্তিক সংবাদমাধ্যম টিভি৩ এর বরাতে জানা যায়, বার্সার প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ৪০০০ সদস্যদের ভোটের মধ্যে ৫৮ শতাংশ ভোট পেয়ে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তো। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করা বাকি দুই প্রার্থী ভিক্টর ফন্তে ৩১ শতাংশ এবং টনি ফ্রেক্সা ৯ শতাংশ ভোট পেয়েছেন। কয়েক ঘন্টার মধ্যেই বার্সার নতুন কান্ডারির নাম অফিশিয়ালি ফলাফল জানা যাবে।
সমৃদ্ধি আর অর্জনে বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে সফল সভাপতি হিসেবে গণ্য করা হয় হুয়ান লাপোর্তোকে।। চারটি লিগ, দুটি চ্যাম্পিয়নস লিগ এবং একবার ফিফা ক্লাব বিশ্বকাপ তাঁর সময়কালে জিতেছে কাতালানরা। ২০০৩-২০১০ ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী সেই হুয়ান লাপোর্তা আবারও দুঃসময়ে বার্সার হাল ধরায় নিশ্চয়ই খুশি হবে ভক্তরাও।
Discussion about this post