খেলাধুলা ডেস্ক
আফগানিস্তান রবিবার বাংলাদেশকে অফিশিয়ালি চিঠি পাঠিয়ে জানিয়ে দিয়েছে তারা বাংলাদেশে আসবে না। স্বয়ং এএফসিও আফগানিস্তানকে রাজি করাতে ব্যর্থ হয়েছে। যার ফলে বাংলাদেশ এএফসি কে নিজেদের অবস্থান উল্লেখ করে চিঠি দিয়ে জানাবে বলে জানান জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।
“আমরা প্লান ‘এ’ ও প্লান ‘বি’ ঠিক করেছি। যদি প্লান ‘এ’ কাজ না করে তবে প্লান বি হিসেবেই আমরা নেপালে যাচ্ছি। তাই নেপালের এই টুর্নামেন্টের জন্য মঙ্গলবার জাতীয় দল ঘোষণা করা হবে এবং ১৩ তারিখে কোভিড টেস্ট করিয়ে ১৪ তারিখ থেকে ক্যাম্প শুরু হবে এবং ১৮ বা ১৯ তারিখে নেপালের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ।”
নেপালের এই টুর্নামেন্টে তরুণ সুযোগ দেওয়ার পক্ষে কোচ জেমি ডে। জয় বা পরাজয় চিন্তায় না এনে ফুটবলারদের পরখ করে নিতে চান এই ইংলিশ কোচ।
স্বাগতিক নেপাল ছাড়াও এই টুর্নামেন্টে বাংলাদেশ ও কীরগিস্তান অনুর্ধ্ব-২৩ দল অংশগ্রহণ করবে। সম্ভাব্য ২২ মার্চ থেকে শুরু হয়ে টুর্নামেন্ট শেষ হবে ৩০ শে মার্চ।
Discussion about this post