খেলাধুলা ডেস্ক
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবার কথা ছিল ইংল্যান্ডের লর্ডসে। কিন্তু জুনের এই ফাইনাল হচ্ছে না এই স্টেডিয়ামে। লর্ডসের পরিবর্তে সাউদাম্পটনকে নির্ধারণ করা হয়েছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ভেন্যু হেসেবে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলি ।
পূর্ব পরিকল্পনা অনুযায়ী লর্ডসে হওয়ার কথা ছিল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটি, তবে সেই পরিকল্পনা থেকে আসার ঘোষণা আগেই দিয়েছিল আইসিসি। করোনা ভাইরাসের কারণে প্রথমবারের মতো আয়োজিত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়েই তৈরি হয়েছিল অনিশ্চয়তার, তবে শতাংশের ভিত্তিতে পয়েন্ট পদ্ধতি বের করে সেই অনিশ্চয়তা কাটিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
ইন্ডিয়া টুডেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভেন্যু পরিবর্তন হওয়ার বিষয়টি নিশ্চিত করে সৌরভ বলেন, “আমি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ভারত এবং ইংল্যান্ডের ম্যাচটি দেখতে সাউদাম্পটনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। হ্যাঁ, এটা সাউদাম্পটনে হবে। এটা আগেই নির্ধারণ করা ছিল৷ কারণ এই মাঠটির পাশেই হোটেল। করোনা মহামারির কথা বিবেচনায় এই সিদ্ধান্ত।”
আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইতোমধ্যে উঠে গেছে নিউজিল্যান্ড। ২য় দল হিসেবে অস্ট্রেলিয়াকে পিছনে ফেলে ফাইনালে উঠে গেছে ভারত। ১৮ থেকে ২২ জুন এই সাউদাম্পটনে অনূষ্ঠিত হবে ভারত-নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচ।
Discussion about this post