খেলাধুলা ডেস্ক
সমান ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড গেছে টাইগাররা। সেখানে মাঠে নামার আগে চারবার করোনা পরীক্ষা করাতে হয়েছে সফরকারীদের। আগের তিনবারের ফল নেগেটিভ আসার পর মঙ্গলবার হাতে পাওয়া সবশেষ ফলেও নেগেটিভ প্রমাণিত হয়েছেন তামিম ইকবালরা। এবার মাঠে নামার পাশাপাশি স্বাধীনভাবে চলতে বাধা নেই তাদের।
সীমিত ওভারের দুই ফরম্যাট খেলতে গত ২৩ ফেব্রুয়ারি দেশ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। দীর্ঘ প্রায় ১৫ ঘণ্টার যাত্রা শেষে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পৌঁছায় গোটা দল। যেখানে ২০ সদস্যের স্কোয়াডের সঙ্গে সাপোর্ট স্টাফ আর টিম ম্যানেজমেন্টের সদস্য সহ সর্বমোট ৩৫ জনের বহর।
নিউজিল্যান্ড সরকারের নিয়ম অনুযায়ী সেখানে গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইন টাইগারদের। যেখানে প্রথম ৭ দিন রুম কোয়ারেন্টাইন। পরের ৭ দিন অনুশীলনের সুযোগ মিলেছে বটে, তবে সেটিও সীমিত পরিসরে। এই ১৪ দিনের মধ্যে সর্ববোট ৪ বার করোনা পরীক্ষার নমুনা দিয়েছে সফরকারী দল। আগের তিনটি পরীক্ষার ফল নেগেটি আসার পর চতুর্থ ও শেষ টেস্টের ফলও নেগেটিভ এসেছে। এতে মাঠে নামার অনুমতি পাচ্ছেন মুশফিকুর রহিমরা।
১৪ দিনের এই কোয়ারেন্টাইন শেষ হবে আগামী ১০ মার্চ। সেদিন থেকেই মুক্ত বাংলাদেশ দল। সে দেশের নিয়ম অনুযায়ী কোয়ারেন্টাইন প্রক্রিয়া শেষের পর সাধারণভাবে চলাফেরা করতে পারবে গোটা দল। কোয়ারেন্টাইন শেষ হলে টাইগাররা ড্যানেডিনে রওয়ানা করবে। সেখানে ২০ মার্চ স্বাগতিকদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে তামিম ইকবালের দল। তার আগে বাংলাদেশ দলের গন্তব্য কুইন্সটাউন, সেখানে ৫ দিনের ক্যাম্প করবে বাংলাদেশ দল।
Discussion about this post