নিজস্ব প্রতিবেদক
সাদার্ন ইউনিভার্সিটির উপ-উপাচার্য ও সিভিল ইঞ্জিনিয়ারিং (পুরকৌশল) বিভাগের প্রধান প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফের মৃত্যুতে ৩ দিনের শোকসহ নানা কর্মসূচি পালন করেছে সাদার্ন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।
প্রয়াত এ গুণী শিক্ষকের স্মরণে তার কর্ম ও জীবন নিয়ে বিশেষ আলোচনা সভা, খতমে কোরআন, দোয়া মাহফিল ও ১ দিনের জন্য সকল অনলাইন শিক্ষা কার্যক্রম বন্ধসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
সোমবার সকালে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদের আরেফিন নগরে স্বাস্থ্যবিধি মেনে খতমে কোরানের পর মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ইসলামিক শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ মুহাম্মদ জালাল উদ্দিন।
স্মরণসভার আলোচনায় বক্তারা বলেন, আলী আশরাফের মৃত্যুতে শুধু সাদার্ন নয় পুরো দেশের জন্য অপূরণীয় ক্ষতি। দেশ ও জাতির স্বার্থে এমন গুণী ব্যক্তিত্বের খুব প্রয়োজন। সাদার্ন ইউনিভার্সিটির পথচলায় তার অবদান অবিস্মরণীয়।
বক্তারা বলেন, যোগাযোগের ক্ষেত্রে তিনি ছিলেন আন্তরিক ও উদ্যোগী একজন মানুষ যা অন্যদের জন্য অনুকরণীয়। আন্তরিকভাবে মিশে সবার সাথে কাজ করতে পছন্দ করতেন।
সময়ের প্রতি অত্যন্ত যত্নশীল এবং অসম্ভব কাজ পাগল এ শিক্ষক শ্রেণিকক্ষ ও শিক্ষার্থীদের ভালোবাসতেন। পড়ানোর ব্যাপারে ছিলেন আন্তরিক ও ধৈর্যশীল। শিক্ষার্থীদের কাছে ছিলেন অভিভাবক ও অনুপ্রেরণার উজ্জ্বল দৃষ্টান্ত।
Discussion about this post