খেলাধুলা ডেস্ক
সবার ধারণা ছিল, চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগে ব্রাজিলিয়ান তারকাকে পাচ্ছে ফরাসি ক্লাবটি। কিন্তু পিএসজি আজ জানিয়ে দিয়েছে, ফিরতি লেগে নেইমারকে মাঠে নামানো হবে না। তাঁকে আগেভাগে মাঠে নামিয়ে কোনো ঝুঁকি নিতে চায় লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।
প্রথম লেগে নেইমারকে ছাড়াই বার্সার মাঠ ক্যাম্প ন্যু থেকে ৪-১ গোলের জয় তুলে আনে পিএসজি। দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছিলেন ক্লাবটির ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।
বুধবার রাতে ফিরতি লেগে বার্সার মুখোমুখি হবে পিএসজি। গত ১০ ফেব্রুয়ারি ফ্রেঞ্চ কাপে কায়েনের বিপক্ষে ম্যাচে পায়ে চোট পান নেইমার।
চ্যাম্পিয়নস লিগের ফিরতি লেগের আগে অনুশীলনে ফিরে সবার আশা বাড়িয়ে দেন তিনি। কিছুদিন আগে অবশ্য পিএসজির কোচ মরিসিও পচেত্তিনো নিজেই আশা বাড়িয়ে দিয়েছিলেন সবার।
তিনি জানিয়েছিলেন নেইমারের সম্ভাব্য ফেরার কথা, ‘ওর উন্নতি দেখে আমি অনেক সন্তুষ্ট। সামনের দিনগুলোতে দেখা যাক ও কেমন সুস্থ হয়, বার্সেলোনার বিপক্ষে আদৌ স্কোয়াডে থাকতে পারে কি না।’
কাল এই ফিরতি লেগ সামনে রেখে সংবাদ সম্মেলনে নেইমারকে মাঠের বাইরে রাখার বিষয়টি নিশ্চিত করেন পিএসজি কোচ পচেত্তিনো, ‘এটাই বাস্তবতা। ফিটনেসের কারণেই কাল মাঠে নামার মতো অবস্থায় থাকবে না নেইমার। দলে ফিরতে তার চেষ্টার কমতি নেই। কিন্তু আমরা দুঃখিত যে তাকে যত দ্রুত সম্ভব ফেরানোর প্রত্যাশায় থেকেও পারছি না।’
ছয় ম্যাচ হলো নেইমারকে পায়নি পিএসজি। লিগে চার ম্যাচ, ফ্রেঞ্চ কাপে এক ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগে এক ম্যাচে তাঁকে পায়নি পচেত্তিনোর দল। এর মধ্যে পাঁচ ম্যাচেই জয় তুলে নেওয়ায় নেইমারের অভাব সেভাবে টের পায়নি পিএসজি।
কয়েক বছর আগে এই নেইমারই পিএসজির স্বপ্নকে খুন করেছিলেন। তখন অবশ্য তিনি বার্সা তারকা। প্রথম লেগে বার্সেলোনার বিপক্ষে ভালোভাবে জিতলেও দ্বিতীয় লেগে অবিশ্বাস্যভাবে ৬-১ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়েছিল পিএসজি।
Discussion about this post