মুয়ায মাহি
বেশ কয়েক বছর পর ইতালীয়ান সিরি’আ তে পয়েন্ট টেবিলের শীর্ষে দুই নগরপ্রতিদ্বন্দী ইন্টার মিলান ও এসি মিলান। ২৬ ম্যাচ শেষে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার মিলান ও ২ এ ৫৬ পয়েন্ট নিয়ে এসি মিলান। মাঝে গত দশকের একটা সময়জুড়ে সিরি’আর টেবিলের দিকে তাকালে দুই নগরপ্রতিদ্বন্দীকে টপ ৫ এ ও দেখা যেতো না খুব একটা। যারা নতুন ফুটবল দেখা শুরু করেছেন তাদের অনেকের কাছেই তাই অজানা যে আগে সিরিআর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দীর মধ্যে কি লড়াই হতো। মিলান ডার্বি ছিলো ফুটবলপ্রেমীদের পরম আকাঙ্খিত একটি ম্যাচ। উত্তাপ ছড়াতো গ্যালারিতে থাকা দর্শক ও খেলোয়াড়দের মাঝেও। কিন্তু একটা তথ্য অনেকেরই হয়তো অজানা যে একটা সময় কিন্তু দুইটি ক্লাব একসাথেই ছিলো, একই বোর্ডের আন্ডারে।
এর ইতিহাস জানতে হলে আমাদের যেতে হবে একটু পিছনে, ১৮৯৯ সালে। ১৮৯৯ সালে মিলানে একটি স্পোর্টস ক্লাবের প্রতিষ্ঠা হয়, ‘,মিলান ফুটবল ও ক্রিকেট ক্লাব’ নামে। এই ক্লাবটিকেই আমরা বর্তমানে এসি মিলান হিসেবে জানি। ক্লাবটিতে তখন শুধুমাত্র ইতালীয়ান খেলোয়াড়দেরকেই নেওয়া হতো। যার বিরোধিতা করেন ক্লাবের কিছু ইতালিয়ান ও সুইস সদস্য। তারা চেয়েছিলেন ইতালিয়ানদের পাশাপাশি অন্যান্য ফরেইন কান্ট্রির খেলোয়াড়দেরও দলে নিতে। এই বিরোধিতার জেরেই মিলান ফুটবল ও ক্রিকেট ক্লাব এর বোর্ড ডিরেক্টরদের মধ্যে কয়েকজন আগের ক্লাব ছেড়ে ১৯০৮ সালের আজকের এই দিনে প্রতিষ্ঠা করেন ইন্টারন্যাজিওনাল বা ইন্টার মিলান।
এই ‘ইন্টারন্যাজিওনাল’ শব্দটিও আসে ‘ইন্টারন্যাশনাল’ শব্দটি থেকে, যা নির্দেশ করে ক্লাবটি ইতালীয়ান ছাড়াও অন্য সব দেশের ফুটবলার নিতে আগ্রহী। ক্লাবের ফাউন্ডিং মেম্বারদের মধ্যে অধিকাংশই এসি মিলান (তৎকালীন মিলান ফুটবল ও ক্রিকেট ক্লাব) এর বোর্ড মেম্বার ছিলেন। এদের মধ্যে একজন ছিলেন জর্জিও মুজ্জিয়ানি, যিনি পেশায় ছিলেন একজন পেইন্টার, তিনি প্রথম ডিজাইন করেন ইন্টার মিলানের লোগো।
ক্লাব গঠনের ২ বছরের মাথায় ১৯১০ সালে ইন্টারন্যাজিওনাল তাদের প্রথম স্কুদেত্তো জয় করে। দুই নগরপ্রতিদ্বন্দীর মধ্যে প্রথম মিলান ডার্বি হয় ১৯০৯ সালের ১০ জানুয়ারি, যে ম্যাচে এসি মিলান ৩-২ গোলে জয়লাভ করে।
আজকের এইদিনেই ১১৩ বছর আগে পুরনো ক্লাবের সাথে সম্পর্ক ছিন্ন করে নতুন ক্লাব হিসেবে আত্বপ্রকাশ করেছিলো ইন্টারন্যাজিওনাল।
শুভ জন্মদিন ইন্টার মিলান!
Discussion about this post