দ্বিতীয় টেস্টে অধিনায়ক আসগর আফগানের রেকর্ড গড়া সেঞ্চুরিতে প্রথম দিন শেষে আফগানদের সংগ্রহ ৩ উইকেটে ৩০৭ রান। ১০৬ রানে অপরাজিত আছেন আসগর আফগান। এটা আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড। এর আগে ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে রহমত শাহ করেছিলেন ১০২ রান।
বুধবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় আফগানিস্তান। ইনিংসের দ্বিতীয় ওভারে জাভেদ আহমাদিকে বিদায় করেন ভিক্টর নিয়াউচি। তৃতীয় স্লিপে ক্যাচ দেন আফগান ওপেনার। থিতু হয়ে যাওয়া রহমত কাটা পড়েন রান আউট হয়ে। ৫৬ রানে ২ উইকেট হারানো দলকে পথ দেখান ইব্রাহিম জাদরান ও হাশমতউল্লাহ। তৃতীয় উইকেটে দুই জনে গড়েন ৬৫ রানের জুটি।
৯৩ বলে তৃতীয় টেস্ট ফিফটিতে পৌঁছানো ইব্রাহিমকে (৭২) বিদায় করেন রায়ার্ন বার্ল। এরপরই উইকেটে আসেন আসগর আফগান। নিজেদের টেস্ট ইতিহাসের সেরা জুটি পেয়ে যায় আফগানিস্তান। চতুর্থ উইকেটে তারা গড়েছেন ১৮৬ রানের অবিচ্ছিন্ন জুটি। ষষ্ঠ টেস্ট খেলতে নামা আফগানিস্তানের যা যেকোনো উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ড। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় উইকেটে ইহসানউল্লাহ ও রহমত শাহর ১৩৯ রানের জুটি ছিল আগের সর্বোচ্চ।
দুজনেই আগ্রাসী মেজাজে খেলছিলেন। হাশমতউল্লাহ ১৫৪ বলে ফিফটি করলেও আসগর মাত্র ৬৪ বলে ৫০ স্পর্শ করেন। তার পরের ফিফটি আসে আরও দ্রুত, মাত্র ৫৭ বলে। নিয়াউচিকে দুই বাউন্ডারি মেরে ১২১ বলে তিন অংক স্পর্শ করেন আসগর। মেরেছেন ১২টি চার এবং ২টি ছক্কা। অন্যদিকে ২২৯ বলে ৮৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন ১২টি বাউন্ডারি।
Discussion about this post