নিজস্ব প্রতিবেদক
সোমবার (৮ মার্চ) থেকে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি আবেদন । আর এরই মাঝে ভর্তির জন্য চালুকৃত ওয়েবসাইট ও হেল্পলাইন নাম্বার নিয়ে দেখা দিয়েছে নানা জটিলতা। যার ফলে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে আবেদন কার্যক্রম। তবে আবেদন বন্ধ হওয়ার আগ পর্যন্ত মাত্র দুই দিনে ভর্তির জন্য আবেদন করেছে ১ লাখ ৫ হাজারের বেশি শিক্ষার্থী।
এ বিষয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, সার্ভারের সমস্যার কারণে এমন হচ্ছে। এই মুহূর্তে ভর্তি আবেদন বন্ধ রাখা হয়েছে। নতুন দুটি সার্ভার তৈরির কাজ চলছে। আগামী সোমবার সকাল থেকে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে এখন পর্যন্ত ১ লাখ ৫ হাজার শিক্ষার্থী আবেদন করেছে।
এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বলেন, মাত্র দু’দিনে এতো সংখ্যক আবেদন হবে আমরা আশা করিনি। অল্প সময়ে অধিক সংখ্যক আবেদনের জন্য সাইটটি লোড নিতে পারছে না। তাই জটিলতা দেখা দিয়েছে। সাময়িকভাবে আবেদন কার্যক্রম বন্ধ রয়েছে। তবে সাইটটি ঠিক করার চেষ্টা চলছে। আগামী সোমবার থেকে পুনরায় আবেদন করা যাবে বলে আশা করি।
Discussion about this post