চতুর্থ ওয়ানডেতে সুমন-মুকিদুলের পেস ও রকিবুল-সাইফদের স্পিন ঘূর্ণিতে বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে ১৮২ রানেই গুটিয়ে গেছে আয়ারল্যান্ড উলভস, সুমন ৩ ও মুকিদুল, সাইফ, রকিবুল নিয়েছেন ২ টি করে উইকেট; ৫ টি ক্যাচ নিয়েছেন আকবর আলী।
বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে পঞ্চম ওভারেই প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড উলভস, ১৭ বলে ১১ রান করে মুকিদুল ইসলামের বলে আকবর আলীর বলে ক্যাচ দিয়ে ফিরেন সিরিজে প্রথমবারের মতো ওপেনিংয়ে সুযোগ পাওয়া স্টিফেন দোহেনি।
দ্বিতীয় উইকেটে মার্ক অ্যাডায়ারকে নিয়ে ২৬ রান যোগ করেন আরেক ওপেনার জেরেমি লাওলোর, ২৬ বলে ১৬ রান করা লালোরকে আকবর আলীর ক্যাচ বানিয়ে নিজের প্রথম উইকেট তুলে নেন পেসার সুমন খান, পরের বলেই আকবর আলীর হাতে ক্যাচ দিয়ে শূন্য হাতে ফিরেন আইরিশ অধিনায়ক হ্যারি ট্যাক্টর, ৫ রান করা কার্টিস ক্যাম্ফার সুমনের তৃতীয় শিকারে পরিণত হলে ৫৪ রানে ৪ উইকেট হারায় দলটি।
এক পাশে উইকেট পড়লেও দারুণ ব্যাট করছিলেন অ্যাডায়ার, পঞ্চম উইকেটে লরকান ট্যাকারকে নিয়ে ৪৬ রানের জুটি গড়ে বিপদ কাটিয়ে ওঠার চেষ্টা করেন তিনি। তবে দলীয় ১০০ রানে মার্ক অ্যাডায়ারকে ফেরান স্পিনার রাকিবুল হাসান, তার ব্যাট থেকে আসে ৪৯ বলে ৪০ রানের ইনিংস।
২৪ রান করা লরকান ট্যাকার রাকিবুলের বলে আকবর আলীর হাতে ক্যাচ দিলে ১০১ রানে ৬ উইকেট হারায় আইরিশরা, গ্যারেথ ডিলানি ৬ রানে আউট হলে ১১২ রানে ৭ উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে পড়ে আয়ারল্যান্ড উলভস। সেখান থেকে দলকে সম্মানজনক স্কোরের দিকে নিয়ে যান আগের ম্যাচে সেঞ্চুরি মিস করা রোহান প্রিটোরিয়াস ও গ্রাহাম হোম।
দুজনে ৮ম উইকেটে যোগ করেন ৫৭ রান, ৪৫ বলে ৩৫ রান করা প্রিটরিয়াসকে রিশাদ হোসেনের ক্যাচ বানিয়ে জুটি ভাঙেন অধিনায়ক সাইফ হাসান। বেন হোয়াইটের ক্যাচ নিয়ে ইনিংসে ৫ম ক্যাচ নেন আকবর আলী, শেষ পর্যন্ত গ্রাহাম হোম ৫৯ বলে ২৯ রানে অপরাজিত থাকলেও আইরিশরা গুটিয়ে যায় ১৮২ রানে।
জয়ের জন্য বাংলাদেশ ইমার্জিং দলের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৮৩ রানের, সুমন খান ৩ ও মুকিদুল ইসলাম, সাইফ হাসান, রকিবুল হাসান নিয়েছেন ২ টি করে উইকেট; উইকেটের পেছনে ৫ টি ক্যাচ নিয়েছেন আকবর আলী।
Discussion about this post