আগামী জুনে পুনরায় শুরু হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) স্থগিত হওয়া ষষ্ঠ আসরের বাকী পর্ব। ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে আলোচনা শেষে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
টুর্নামেন্ট চলাকালীন ক্রিকেটার এবং সংশ্লিষ্টসহ মোট সাতজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায়, গত বৃহস্পতিবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায় পিএসএল। এরপর পিসিবির এক সিনিয়র কর্মকর্তা করোনা আক্রান্ত হন। ফলে লাহোরে অবস্থিত পিসিবির প্রধান কার্যালয় সাময়িকভাবে বন্ধও করে দেয় পিসিবি।
গত চারদিনে দুই বার পিএসএল নিয়ে ভার্চুয়ালি আলোচনা সেড়েছে পিসিবি ও ফ্র্যাঞ্চাইজিগুলো। জৈব সুরক্ষা বলয়কে আরও শক্তিশালী করার উদ্যাগ নেয়া হবে বলে সিদ্বান্ত নিয়েছে তারা। আগামী জুনে পুনরায় পিএসএল শুরুর পরিকল্পনা দুই পক্ষের। পিএসএলের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে করাচিতে। প্লে-অফ এবং ফাইনালও ম্যাচও হবে করাচির ন্যাশনাল স্টেডিয়াম।
Discussion about this post