নিজস্ব প্রতিবেদক
আগামী ১৫ মার্চ থেকে শুরু হচ্ছে জেডিসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ২০২১ খ্রিষ্টাব্দের বিভিন্ন মাদরাসায় দাখিল ৮ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম । ২ মে পর্যন্ত রেজিস্ট্রেশনের ফরম পূরণ করা যাবে। মাদরাসা শিক্ষা বোর্ড থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।
জানা গেছে, দাখিল ৮ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে শিক্ষার্থীদের কাছ থেকে মোট ৬৪ টাকা ফি নেয়া হবে। এরমধ্যে রেজিস্ট্রেশন ফি বাবদ নেয়া হবে ৪০টাকা আর রেডক্রিসেন্ট ফি বাবদ নেয়া হবে ২৪ টাকা। কোন শিক্ষার্থী ১৯ এপ্রিলের পরে রেজিস্ট্রেশন করলে বিলম্ব ফি হিসেবে নেয়া হবে ৫০টাকা। বিলম্ব ফি দিয়ে রেজিস্ট্রেশনের ফরমপূরণে শিক্ষার্থীদের কাছ থেকে ১১৪টাকা নেয়া হবে।
নির্ধারিত ওয়েবসাইটে ইএসআইএফ পূরণ করে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে। তবে, বোর্ড থেকে দাখিল ৯ম শ্রেণির পাঠদানের অনুমতিবিহীন মাদরাসাগুলো দাখিল ৮ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে পারবেন না। দাখিল ৮ম শ্রেণিতে রেজিস্ট্রেশন করতে শিক্ষার্থীদের জেডিসি পরীক্ষার বছর সর্বনিম্ন ১১ বছর হতে হবে।
বিজ্ঞপ্তিতে দাখিল ৮ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের বিস্তারিত প্রক্রিয়া তুলে ধরা হয়েছে।
Discussion about this post