খেলাধুলা ডেস্ক
কিছুদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছিলেন, চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর জন্য একটি ফাঁকা সময় রাখা হয়েছে। তবে আজ শনিবার মিরপুরে বিপিএল গর্ভনিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানালেন, চলতি বছর বিপিএল আয়োজনের সুযোগ কম। বিপিএলের আসন্ন আসর মাঠে গড়াতে পারে ২০২২ সালের শুরুর দিকে।
ডিসেম্বরের শীতের আমেজের সাথে সাথে জমে উঠে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। করোনা মহামারির কারণে মাঠে গড়ায়নি বিপিএলের ২০২০-২১ মৌসুমের খেলা। ক্রিকেটের জমজমাট এই লড়াই তাই উপভোগ করা হয়নি ক্রিকেট সমর্থকদের।
এক বছর পিছিয়ে মাঠে গড়াবে বিপিএল ২০২১-২২ মৌসুম। তবে সেটি সচারাচর যে মাসে (ডিসেম্বর-জানুয়ারি) হয় তার থেকে ১ মাস পিছিয়ে শুরু হবে। অর্থাৎ ডিসেম্বর-জানুয়ারির পরিবর্তে এবারের বিপিএল হবে ২০২২ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে।
জাতীয় দলের খেলোয়াড়দের না পাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে বিপিএলের গভর্নিং কাউন্সিল। নভেম্বরে পাকিস্তান সফরে যেতে পারে বাংলাদেশ জাতীয় দল এবং ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। এ কারণেই ২য় বারের মত পিছিয়ে যাচ্ছে বিপিএলের ৭ম আসর।
শনিবার, ১৩ মার্চ ঘরোয়া ক্রিকেট সূচি তৈরি ও বাস্তবায়ন কমিটির প্রধানদের বৈঠক শেষে ইসমাইল হায়দার মল্লিক গণমাধ্যমকে এসব তথ্য জানান।
তিনি আরও যোগ করেন, ‘আমরা ক্রিকেট ক্যালেন্ডার নিয়ে দু’দিন মিটিং করেছি। আমাদের জাতীয় দলের যে ব্যস্ত সূচি। এর ফাঁকে ফাঁকে ঘরোয়া ক্রিকেটের সূচি সাজাতে হচ্ছে। এর মধ্যে আমাদের ঢাকা লিগ আছে। জাতীয় লিগ এবং বিসিএল ও বিপিএল আছে। এখন পর্যন্ত ক্যালেন্ডার চূড়ান্ত হয়নি। প্রাথমিক সিদ্ধান্ত যা আছে, তাতে মার্চে এনসিএল এবং মে মাসে ঢাকা লিগ শুরু করার কথা। সব কয়টি সিদ্ধান্ত আলোচনার পর আসবে।’
Discussion about this post