খেলাধুলা ডেস্ক
৭০.৪ ওভার, অষ্টম উইকেটে লম্বা এক জুটিই গড়েছেন শন উইলিয়ামস ও ডোনাল্ড তিরিপানো। একটি রেকর্ডও গড়েছেন তাঁরা। জিম্বাবুয়ের টেস্ট ইতিহাসে অষ্টম উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়েছেন। ছাড়িয়ে গেছেন ২০০৩ সালের নভেম্বরে হারারেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হিথ স্ট্রিক ও অ্যান্ডি ব্লিগনটের ১৬৮ রানের অষ্টম উইকেট জুটিকে। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে উইলিয়ামস ও তিরিপানোর জুটিটি ১৮৭ রানের।
পঞ্চম দিনের খেলা জিম্বাবুয়ে শুরু করেছিল ৭ উইকেটে ২৬৬ রান নিয়ে। আগের দিন তৃতীয় সেশনের পুরো সময় ব্যাটিং করা উইলিয়ামস ও তিরিপানোর জুটি ভেঙেছে আজ মধ্যাহ্নভোজের বিরতির মিনিট চারেক আগে। রশিদ খানের বলে এলবিডব্লু হয়ে ফিরেছেন তিরিপানো। টেস্ট ক্যারিয়ারে সর্বোচ্চ রানের ইনিংস খেললেও ফিরেছেন তিনি ৫ রানের জন্য সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নিয়ে।
অন্য প্রান্তে জিম্বাবুয়ের অধিনায়ক উইলিয়ামস ছিলেন অবিচল। এরপরও তিরিপানোর আউটের পর খুব বেশিক্ষণ আর টেকেনি জিম্বাবুয়ের ইনিংস। তিরিপানো আউট হয়েছেন দলের ৩২৯ রানে। আর জিম্বাবুয়ে অলআউট হয়েছে ৩৬৫ রানে। আফগানদের মাত্র ১০৮ রানের লক্ষ্যই দিতে পেরেছে তারা। উইলিয়ামস অপরাজিত ছিলেন ৩০৯ বলে ১৫১ রান করে। আফগানিস্তানের পক্ষে ১৩৭ রান দিয়ে সর্বোচ্চ ৭ উইকেট নিয়েছেন লেগ স্পিনার রশিদ খান। ইনিংসে চতুর্থবারের মতো ৫ উইকেট পাওয়ার কীর্তি গড়েছেন রশিদ। ইনিংসে এটা তাঁর ক্যারিয়ার–সেরা বোলিংও। এর আগে সেরা ছিল ৬/৪৯। যেটা তিনি করেছিলেন ২০১৯ সালে, চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে।
দ্বিতীয় ইনিংসের ৭ উইকেটের আগে প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছেন রশিদ, সব মিলিয়ে ম্যাচে ১১ উইকেট। ম্যাচে এটি তাঁর দ্বিতীয়বার ১০ উইকেট পাওয়ার নজির। এর আগে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ১১ উইকেট নিয়েছিলেন তিনি ১০৪ রান দিয়ে।
লক্ষ্য ছোট, হাতে সময়ও ছিল প্রায় দেড় সেশন। লক্ষ্য পেরিয়ে যেতে তাই খুব বেশি সমস্যা হয়নি আফগানদের। ৬ উইকেট হাতে রেখেই অস্ট্রেলিয়ার সঙ্গে এক বিন্দুতে মিলে যাওয়া এক জয় পেয়ে যায় আসগর আফগানের দল।
Discussion about this post