খেলাধুলা ডেস্ক
নর্থ লন্ডন ডার্বিতে আগের পাঁচ দেখায় একবারও জিততে পারেনি আর্সেনাল। এই ম্যাচ হারলে আর্সেনালের প্রথম কোচ হিসেবে টটেনহ্যামের বিপক্ষে টানা তিন ম্যাচ হারার লজ্জার রেকর্ড গড়ত কোচ মিকেল আর্তেতা। মার্টিন ওডেভার্ড ও লাকাজাতের কল্যাণে বেঁচে গেলেন আর্সেনাল কোচ। ঘরের মাঠে টটেনহ্যামকে হারিয়ে প্রথম লেগে হারার মধুর প্রতিশোধ নিল গানার্সরা।
রবিবার রাতে এমিরাত স্টোডিয়ামে টটেনহ্যাম হটস্পার্সকে ২-১ গোলে হারিয়েছে আর্সেনাল। ঘরের মাঠে গানার্সদের হয়ে গোল দুটি করেন রিয়াল মাদ্রিদের লোনে থাকা নরওয়েজিয়ান মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড ও ফরাসি স্ট্রাইকার লাকাজাতে। আর সফরকারীদের হয়ে একমাত্র গোলটি করেন এরিক লামেলা। অবশ্য ম্যাচে লালকার্ড দেখে মাঠও ছেড়েছেন আর্জেন্টাইন এই অ্যাট্যাকিং মিডফিল্ডার।
ম্যাচে আর্সেনালের জয়সূচক গোলটি করে দারুণ এক রেকর্ড গড়েছে আলেজান্দ্রা লাকাজাতে। চলতি আসরে আর্সেনালের হয়ে ফরাসি স্ট্রাইকারের গোল হল ১০টি। গানার্সদের জার্সিতে ইয়ান রাইট,ডেনিস বার্গক্যাম্প, থিয়েরি হেনরি ও অলিভার জিরুডের পর মাত্র ৫ম ফুটবলার হিসেবে টানা ৪ মৌসুমে প্রিমিয়ার লিগে গোলের দুই অঙ্কের ডিজিটে পৌছলেন ২৯ বছর বয়সী এই স্ট্রাইকার।
এই নিয়ে প্রিমিয়ার লিগের ইতিহাসে পয়েন্ট টেবিলে এগিয়ে থেকেও আর্সেনালের বিপক্ষে সবমিলিয়ে ৪৫ পয়েন্ট হারিয়েছে স্পার্সরা। যা ইংলিশ লিগে টটেনহ্যামের মুখোমুখি হওয়া যেকোন দলের মধ্যে সর্বোচ্চ।
এই জয়ে প্রিমিয়ার লিগে এক ম্যাচ ড্র করার পর জয়ে ফিরল আর্সেনাল। অন্যদিকে টানা ৩ ম্যাচ জয়ের পর হারের দেখা পেল হোসে মরিনহোর দল। ২৮ ম্যাচে ১২ জয়ে ৪১ পয়েন্ট নিয়ে তালিকার দশ নম্বরে আছে মিকেল আর্তেতার দল। সমান ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে সাতে আছে স্পার্সরা।
Discussion about this post