খেলাধুলা ডেস্ক
ব্যাট হাতে সম্প্রতি ফর্ম ভালো যাচ্ছে না ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শূন্য রানে আউট হন কোহলি। এতে সমালোচনার মুখে পড়তে হয়ে তাকে। তবে ঘুরে দাঁড়াতে সময় নেননি, চ্যাম্পিয়নের বেশে ফিরেছেন তিনি। রানে ফেরার জন্য স্ত্রী অনুষ্কা শর্মা ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সতীর্থ এবি ডি ভিলিয়ার্সকে প্রশংসা বন্যায় ভাসান কোহলি।
আইসিসির ওয়ানডে র্যাঙ্কিং বলছে এমুহূর্তে বিশ্বসেরা ব্যাটসম্যান কোহলি। টেস্ট আর টি-টোয়েন্টি, দুই ফরম্যাটেই সেরা দশে জায়গা ধরে রেখেছেন তিনি। তবে ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে রান খরা কোহলির ব্যাটে। ইংলিশদের বিপক্ষে গত রোববারের ম্যাচটির আগে সবশেষ পাঁচ ইনিংসের তিনটিতেই রানের খাতা খুলতে পারেননি কোহলি। আউট হয়েছেন শূন্য রানে। কোহলির ফর্ম নিয়ে দুশ্চিন্তা বাড়ে টিম ম্যানেজমেন্ট ও সমর্থকদের মধ্যে।
তবে চেনা ছন্দে ফিরতে সময় নেননি ভারতীয় অধিনায়ক। আমদাবাদে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৪৯ বলে ৭৩ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেন। ম্যাচ শেষে স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে বন্ধু ডি ভিলিয়ার্সকে ধন্যবাদ জানিয়েছেন কোহলি। বলেছেন, তার আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্সের সতীর্থ কিভাবে সাহায্য করেছেন রানে ফেরার জন্য।
ম্যাচ শেষে কোহলি জানান, ‘টিম ম্যানেজমেন্টের সঙ্গে এই নিয়ে কথা হয়। অনুষ্কা এখানেই (মাঠে) আছে। ওর ভাবনাও আমাকে জানায়। ম্যাচের আগে ডি ভিলিয়র্সের সঙ্গে বিশেষ আলোচনা হয়। ও আমাকে বলে, শুধু বলের দিকে চোখ রাখো। আমি সেটাই করেছি।’
কোহলি আরও বলেন, ‘আমাকে ক্রিকেটের প্রাথমিক দিকগুলোয় ফিরে যেতে হয়েছিল। সম্ভবত বাইরের বিষয় নিয়ে একটু বেশি ভাবছিলাম। দলের জয়ে অবদান রাখতে পারলে সবসময় ভালো লাগে। সুতরাং ৭০ (৭৩) রানের মতো যোগ করতে পেরে ভালো লাগছে। ম্যাচে আমার দৃষ্টি ছিল বলের উপর।’
রানে ফেরার দিনে অনন্য এক রেকর্ড গড়েছেন কোহলি। টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের হয়ে প্রায় ১১ বছর প্রতিনিধিত্ব করছেন তিনি। এরই মধ্যে ৮৬টি ম্যাচ খেলে ফেলেছেন। দ্রুততম সময়ে গড়েছেন ৩ হাজার রানের রেকর্ড।
Discussion about this post