খেলাধুলা ডেস্ক
ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে খেলা ৩ টি ওয়ানডে ইনিংস হলো – ১১০, ৮৪ ও ৬৪। এর আগে একই প্রতিপক্ষের বিপক্ষে শ্রীলংকার মাটিতে খেলা ৩ ইনিংসেই ফিফটি স্পর্শ করেন শাই হোপ, সেগুলো হলো – ১১৫, ৫১, ৭২। যা তার ওয়ানডেতে টানা ষষ্ঠ ফিফটি ইনিংস, হোপ ছাড়াও এই রেকর্ড আছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও গর্ডন গ্রিনিজের।
ওয়ানডে ইতিহাসেরও অন্যতম সেরা ওপেনার গর্ডন গ্রিনিজ ১৯৭৯ সালে টানা ৬ ইনিংসে ফিফটি রান স্পর্শ করেছিলেন, ক্রিস গেইল এই রেকর্ড স্পর্শ করেন ২০১৮ সালে। শাই হোপ গত বছরের ফেব্রুয়ারিতে লঙ্কানদের বিপক্ষে ১১৫ রানের ইনিংস খেলার পর গতরাতে ৬৪ রানের ইনিংস দিয়ে টানা ষষ্ঠ ফিফটি স্কোর গড়েন।
গর্ডন গ্রিনিজ, ক্রিস গেইল ও শাই হোপ ছাড়াও টানা ৬ ইনিংসে ফিফটি স্পর্শ করেছেন নিউজিল্যান্ডের অ্যান্ড্রু জোন্স, কেন উইলিয়ামসন ও রস টেইলর, অস্ট্রেলিয়ার মার্ক ওয়াহ, পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ, মোহাম্মদ ইউসুফ ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং।
তবে একটা জায়গায় অনন্য জাভেদ মিয়াঁদাদ, তিনিই একমাত্র ব্যাটসম্যান হিসেবে ৬ টির বেশি টানা ফিফটি ইনিংস খেলেছেন। ১৯৮৭ সালে পাকিস্তানি এই ব্যাটসম্যান টানা ৯ ইনিংসে ফিফটি রানের ফিগার স্পর্শ করেন, আপাতত অন্যদের তাকে টপকে যাওয়ার কোন সুযোগ নেই।
তবে শাই হোপের কাছে সেটা থাকছে, কিন্তু ক্যারিবিয়ান এই উইকেটরক্ষক ব্যাটসম্যান সেটা পারবেন কি-না সেটা সময়ই বলে দিবে।
Discussion about this post