নিজস্ব প্রতিবেদক
প্রখ্যাত ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর মামুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন।
অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, একটি প্রতিষ্ঠান টিকে থাকে মানুষের জন্য। ইতিবাচক কাজ করলে সে প্রতিষ্ঠান সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়। যারা বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে কাজ করতে চান, তাদের জন্য আমার দরজা সব সময় খোলা থাকবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এসএম মনিরুল হাসানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন লোকসাহিত্য গবেষক ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খান।
ড. মুনতাসীর মামুন বলেন, আমরা নানাভাবে স্বায়ত্তশাসনের বিধিমালা লঙ্ঘন করছি। সুযোগ করে দিয়েছি বলেই আমাদের আজ এত হেয় করে দেখা হচ্ছে। মনে রাখতে হবে, সরকারের সমর্থক হলেও আমরা শিক্ষক। শিক্ষক হিসাবে আমাদের দায়িত্ব পালন করতে হবে।
চবি ভিসি অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, আমরা এক বছর ধরে যোগ্য একজন গবেষক খুঁজছিলাম, যা অনেকেই জানতেন না। আমি বিশ্বাস করি, আমরা যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দিতে পেরেছি। তিনি যোগ্যতার মাধ্যমে বঙ্গবন্ধু চেয়ারকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চবি সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাইনুল হাসান চৌধুরী, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. আবুল মনসুর, অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন, ড. রবিউল হাসান ভুঁইয়া, অধ্যাপক মনজুরুল আলম, অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, অধ্যাপক ড. মহিবুল আজীজ, অধ্যাপক ড. বেনু কুমার দে, হামিদ হাসান নোমানী প্রমুখ।
Discussion about this post