আন্তর্জাতিক ডেস্ক
করোনা মহামারিতে চতুর্থবারের মতো স্বাস্থ্যমন্ত্রী বদলালেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। স্থানীয় সময় সোমবার তিনি দেশটির নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে হৃদরোগবিশেষজ্ঞ মারসেলো কোয়েরোগাকে নিয়োগ দেন। খবর বিবিসির।
গত বছরের মে মাসে ব্রাজিলে স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন নেলসন টেইক। এর আগে লুইজ হেনরিক মেন্ডেটাও প্রেসিডেন্টের সঙ্গে মতানৈক্যের কারণে পদত্যাগ করেন।
কোয়েরোগা আগের স্বাস্থ্যমন্ত্রী এদুয়ার্দো পাজুয়েলোর স্থলাভিসিক্ত হবেন যিনি একজন আর্মি অফিসার ছিলেন। কোয়েরোগা ব্রাজিলিয়ান সোসাইটি অব কার্ডিওলজির (এসবিসি) প্রেসিডেন্ট।
বলসোনারো ওই সংবাদ সম্মেলনে বলেন, কোয়েরোগার সঙ্গে চমৎকার আলোচনা হয়েছে। পাজুয়েলো আজ পর্যন্ত যা করতে পারেনি, তেমন অনেক কিছু করার যোগ্যতা আছে কোয়েরোগার।
দায়িত্ব ছাড়ার আগে ব্রাজিল সরকার ফাইজার-বায়োএনটেকের ১০ কোটি ডোজ টিকা কিনেছে বলে ঘোষণা দেন পাজুয়েলো। আগামী সেপ্টেম্বরের মধ্যে এসব টিকা সরবরাহ শুরু হবে। জনসন অ্যান্ড জনসনের এক ডোজের ৩ কোটি ৮ লাখ টিকা এ বছরের দ্বিতীয়ার্ধে এসে পৌঁছানোর কথা রয়েছে।
Discussion about this post