নিজস্ব প্রতিবেদক
আজ মঙ্গলবার (১৬ মার্চ) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্তর্গত শাহজালাল বিশ্ববিদ্যালয় স্কুলের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এসময় উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো আমাদের বিশ্ববিদ্যালয়েও স্কুল আছে। তবে সেসব স্কুলের মতো আমাদের স্কুলটি এত ভালো অবস্থানে তৈরি করতে পারে নাই। কোন প্রতিষ্ঠানে মেধাবী শিক্ষার্থীরা ভর্তি না হলে সে প্রতিষ্ঠানের জন্য ভালো করাটা অনেক কষ্টকর।
এ সময় অন্যান্যদের মাঝে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, স্কুল অব এপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মুশতাক আহমেদ, শাহজালাল বিশ্ববিদ্যালয় স্কুলের অভিভাবক মণ্ডলীর সদস্য ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. সিকান্দার আলী, প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান, শাবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো. তাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
Discussion about this post