নিজস্ব প্রতিবেদক
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০১৯ সালের জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিষ্ঠান নির্বাচন করেছে । গত এক বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ২০২১ সালে বর্ষসেরাদের হাতে স্বর্ণপদক তুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
১ এপ্রিল জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২১ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সেরাদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।
প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) থেকে জানা গেছে, ২০১৯ সালের বর্ষসেরাদের মধ্যে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম ও নওগাঁ সদরের কীত্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা খাতুন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার নলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস এম শফিকুল আলম, রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুন নাহার লিপি শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দেওয়ান শামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি ডা. হরিপদ রায় শ্রেষ্ঠ এসএমসি নির্বাচিত হয়েছেন। পাবনার ঈশ্বরদীর আড়মবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. নওশাদ আলী শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারীকে আবু বক্কার সিদ্দিক শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়েছেন।
লালমনিরহাট পিটিআই শ্রেষ্ঠ পিটিআই নির্বাচিত হয়েছে। কক্সবাজার পিটিআইয়ের ইনস্ট্রাক্টর মো. নুরুল আলম শ্রেষ্ঠ ইনস্ট্রাক্টর নির্বাচিত হয়েছেন। ময়মনসিংহ পিটিআইয়ের সুপারিন্টেনডেন্ট মো. রফিকুল ইসলাম তালুকদার শ্রেষ্ঠ সুপারিন্টেনডেন্ট নির্বাচিত হয়েছেন। মাগুরার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি শ্রেষ্ঠ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন। সুনামগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন। টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলাম শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন। পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
জানতে চাইলে ডিপিইর মহাপরিচালক এ এম মনসুরুল আলম বলেন, জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২১ কে ঘিরে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে সাত দিনব্যাপী নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন করবেন। সেদিন সেরাদের মাঝে স্বর্ণ পদক তুলে দেয়া হবে।
তিনি বলেন, শিক্ষা সপ্তাহকে সামনে রেখে শিক্ষার্থী ও অভিভাবকদের নানাভাবে সচেতনতা মূলক প্রচার প্রচারণা করা হবে। করোনা পরবর্তী পরিস্থিতিতে শতভাগ শিক্ষার্থীকে ক্লাসে আনতে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এছাড়াও শতভাগ শিক্ষার্থী বিদ্যালয় ভর্তি, শিক্ষার্থী ঝরেপড়া রোধসহ সাত দিনব্যাপী নানা ধরনের প্রচারণা চালানো হবে বলে।
Discussion about this post