খেলাধুলা ডেস্ক
চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর রোনালদোর জুভেন্টাসে থাকা নিয়ে গুঞ্জন বেশ জোরালো হচ্ছে। জুভেন্টাসের সাবেক ফুটবলাররাও পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের বর্তমান পারফরম্যান্সে খুব বেশি সন্তুষ্ট হতে পারছে না। এত টাকা খরচ করেও ইউরোপ শ্রেষ্ঠত্বের আসর থেকে এমন বিদায় কোনভাবেই মেনে নিতে পারছে না সাবেক ওল্ড লেডিরা। তবে নিজে দুর্দান্ত পারফরম্যান্স করেও সমালোচকদের এমন দৃষ্টিভঙ্গি ভালো চোখে দেখছেন না রোনালদোও।
তাই ইউরোপের বেশকিছু গণমাধ্যম দাবি করছে, সামনের মৌসুমে জুভেন্টাস ছেড়ে পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন পর্তুগিজ মহাতারকা। আতালান্তার বিপক্ষে সংবাদ সম্মেলনে রোনালদোর প্রসঙ্গে রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদানের কথায় গুঞ্জন আরও জোরালো হচ্ছে।
যদিও এই মুহুর্তে ক্লাব ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে দলে ফেরাতে ভিন্ন পরিকল্পনা এটেছে রিয়াল মাদ্রিদ। দিয়েরো এএসের মতে, জুভেন্টাস ফরোয়ার্ডকে বিনা পয়সায় বার্নাব্যুতে আনার পরিকল্পনা করছে ফ্লোরিন্টিনা পেরেজ।
স্প্যানিশ সংবাদমাধ্যমটির মতে, রোনালদো এই মুহুর্তে বিশ্বের অন্যতম সর্বাধিক বেতনভুক্ত ফুটবলার। পর্তুগাল অধিনায়কের পিছনে জুভেন্টাস মৌসুম প্রতি ৩০ মিলিয়ন ইউরো খরচ করে। তবে করোনা ভাইরাসে ক্লাব আর্থিক সংকটে পড়ায় নতুন চুক্তিতে জুভেন্টাস রোনালদোর বেতন আরও কমিয়ে আনার প্রস্তাব দেবে। রিয়াল মাদ্রিদ এই সুযোগটিই নেওয়ার পরিকল্পনা করছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, লস ব্লাঙ্কোসরা এ চুক্তি সম্পর্কে বেশ সতর্কতা অবলম্বন করছে, এবং তুরিনে রোনালদো যা আয় হয় সে ব্যাপারেও কথা বলবে।
ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে ব্যর্থ হলেও ইতালির ঘরোয়া লিগে দুর্দান্ত পারফরম্যান্স করে চলছে ক্রিশ্চিয়ানো রোনালদো। গেল ম্যাচেই মাত্র ৩২ মিনিটে দুর্দান্ত এক হ্যাট্রিক করে সমালোচকদের দাত ভাঙ্গা জবাব দিয়েছেন। চলতি আসরে সিরি আ তে ২৩ ম্যাচে গোল করেছেন সর্বোচ্চ ২৩টি। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ২ গোল।
Discussion about this post