প্রকাশিত : মার্চ ১৭, ২০২০
বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ জন্মশতবার্ষিকী। ১৯২০ সালের ১৭ মার্চ বৃহত্তর ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ার তিনি জন্মগ্রহণ করেন। ছাড়পত্রের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধার্ঘ্য হিসেবে তাকে নিবেদিত একগুচ্ছ কবিতা পুনর্মুদ্রণ করা হলো:
হাবীবুল্লাহ সিরাজী
রক্তের গম্বুজ
তর্জনি তুলতেই
আকাশ আমাদের হয়ে গেল
পা ফেলতেই
চৌহদ্দি নির্দিষ্ট হয়ে গেল
এবং তাকাতেই
প্রবাহিত হতে থাকলো নদী
তার কণ্ঠস্বরে সূর্য ও সবুজ এক হলো,
‘আমার সোনার বাংলা…’
স্বপ্ন ডাক দিয়েছিল টুঙ্গিপাড়ায়।
সাতচল্লিশে বনে-বনে বাঘ
বাহান্নোর কুমির ভেসে যায় ভাটায়
সুন্দরী কাঠের নাও পাল তুলতেই
পদ্মা-যমুনা মেশে বঙ্গোপসাগরে
ছেষট্টি ফরফর ওড়ে, চৌচির মাটি—
ঊনসত্তর পোড়ে, মচমচে বুটে ও চক্চকে বেয়োনেটে
সত্তর পার হয় সাহসে
একাত্তরে কলস উপুড়
রক্ত ও ক্রোধের মধ্যে পাঁক ও ঘৃণা,
‘শুয়োরগুলো খেদা!’
বত্রিশ নম্বর এখন রক্তের গম্বুজ
তার চূড়ায় মূল দলিল, নকশা আর পর্চা…
Discussion about this post