রবিউল হুসাইন
হঠাৎ করে ঢাকা শহর উঠলো জ্বলে
আমরা তখন হতভম্ব অবাক হয়ে
চেঁচিয়ে উঠি, কী হলো এই মধ্যরাতে অসময়ে
চারদিকে গুলি গোলার শব্দ কেন দাবানলে
পুড়ছে নগর কামান ছুঁড়ে বাড়ি-ঘর-দোর
ধ্বংস করে মানুষ মারে নির্বিবাদে কারা এরা
নিরস্ত্র আর নির্দোষীদের পরে জানি পাক-সেনারা
নির্বাচনে হেরে ওরা পাগলা কুত্তা খুনীর দোসর
করছে শুরু বাংলা-নিধন নির্বিচারে নিষ্ঠুরতায়
এমন কি বাংলাভাষার শহিদ মিনার স্বাধীনতার
উৎস-প্রতীক সেটিকেও বোমা মেরে নৃশংসতার
বিকৃত এক মনোরোগে গুঁড়িয়ে দিল বর্বরতায়
সেই ভয়াল রাতে লক্ষ মানুষ খুন করেছে পাকসেনারা
তিরিশ লক্ষ গণহত্যার শুরুটি হয় এমনি করে তাদের হাতে
শোষণ-শাসন অত্যাচার আর অবিচারের রক্তস্রোতে
সিনান করে বাঙালিসব শপথ করে পাকিদের করবে তাড়া
মার্চের সাতে বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠে স্বাধীনতার ঘোষণা
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
এভাবেই স্বাধীনতার মুক্তিযুদ্ধ পঁচিশ মার্চে সূচনা
ডিসেম্বরের ষোলতে শেষ হাজার বছরের পরাধীনতা
আর মার্চের ছাব্বিশে শুভযাত্রা বাংলাদেশের স্বাধীনতা
ছেচল্লিশ বছর থেকে আজ দৃশ্যমান বাংলাদেশের অস্তিত্ব
সুখে-দুঃখে চিরটিকাল টিকে থাকুক বাঙালির এই কৃতিত্ব
Discussion about this post