নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষপূর্তি ও একশত একতম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে ১০১ ফুট দৈর্ঘ্যের দেয়ালিকা তৈরি করেছে ঢাকার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (১৭ মার্চ) দুপুরে দেয়ালিকা উন্মুক্ত করা হয়।
এই পত্রিকায় শিক্ষার্থীদের প্রকাশিত কবিতা, প্রবন্ধ ও চিত্রকর্মের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব ও কৈশোর জীবন, তাঁর বেড়ে ওঠা, তাঁর রাজনৈতিক জীবন-দর্শন, কর্ম ও দূরদর্শিতা ফুটে ওঠেছে।
বিএএফ শাহীন কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মো. মুকিত উল আলম মিয়া বলেন, শিক্ষার্থীদের এসব সৃজনশীল রচনার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর প্রতি তাদের অকৃত্রিম ভালোবাসা, শ্রদ্ধা, আবেগ, অনুভব ও অনুভাবনা প্রকাশিত হয়েছে।
‘অনন্য এ কীর্তির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শিক্ষক ও শিক্ষার্থীদের বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে। ’
Discussion about this post