অনলাইন ডেস্ক
বঙ্গবন্ধু ছিলেন একজন দার্শনিক। এ কারণেই তিনি শত বছর পরেও চলার পথের পাথেয় হয়ে থাকবেন। তার মানবিক মূল্যবোধ সকলের জন্য অনুকরণীয়। আর এই জ্যোতির্ময়ের জীবনকে ডিজিটাল মাধ্যমে তুলে ধরতে ‘মুজিব আমার পিতা’র পর আরো একটি এনিমেশন সিরিজ প্রকাশ করবে আইসিটি বিভাগ।
বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে আইসিটি টাওয়ারের সম্মেলন কক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় সিরিজটির বিস্তারিত তুলে ধরেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি জানিয়েছেন, এনিমেশন সিরিজটি হবে ১০০ মিনিটের। ১০টি সিরিজে বঙ্গবন্ধুর জীবনের ৫৫ বছরকে তুলে ধরা হবে ৫টি ভাগে। পাঁচটি পর্বের মধ্যে থাকবে টুঙ্গীপাড়ার খোকা, খোকা থেকে মুজিব, মুজিব থেকে মুজিব ভাই, মুজিব ভাই থেকে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু থেকে জাতির পিতা।
আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বঙ্গবন্ধুর কর্মময় জীবন ও আদর্শ ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে দেশে ও বিশ্বের সামনে তুলে ধরতে আইসিটি বিভাগের অগ্রণী ভূমিকার উল্লেখ করে গৌরব ও আনন্দ প্রকাশ করেন জুনাইদ আহমেদ পলক।
প্রধান অতিথির বক্তব্যে আসিটি প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল প্লাটফর্মে মুজিব বর্ষের সব আয়োজনের কেন্দ্রবিন্দুতে থেকেছে আইসিটি বিভাগের তৈরি মুজিব ১০০ ডট গভ ডট বিডি ওয়েব সাইট। এটি কেবল ওয়েব সাইট হিসেবেই নয়, গত ১২ বছরে গবেষণার তথ্যভাণ্ডার হিসেবে কাজ করেছে।
বক্তব্যে ডিজিটাল মাধ্যমে বঙ্গবন্ধুর অনুকরণীয় জীবনকে আগামীর ভবিষ্যতের কাছে তুলে ধরতে আইসিটি বিভাগের নেয়া উদ্যোগগুলো তুলে ধরেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, আমরা শিশুদের জন্য এনিমেশন ফিল্ম মুজিব আমার পিতা নির্মাণ শেষ করেছি। টেকনিক্যাল স্ক্রিনের ত্রুটি সংশোধনের পর এ বছরই এটি প্রকাশ করা হবে। এই ফিল্মে ভাষা আন্দোলন পর্যন্ত বঙ্গবন্ধুর মানবিক দিক তুলে ধরা হয়েছে।
এছাড়াও বঙ্গবন্ধুর জন্মশত বর্ষকে স্মরণীয় করে রাখতে আইসিটি বিভাগে ইতোমধ্যেই হলোগ্রাফিক প্রেজেন্টেশন তৈরি করা হয়েছে। অগমেন্টেড রিয়েলিটি অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে। বঙ্গবন্ধুর ৩২ নম্বরের বাড়ি এবং টুঙ্গীপাড়ায় যেখানে চিরনিদ্রায় শায়িত আছেন বিশ্বের যেকোনো জায়গা থেকে যেকোনো ব্যক্তি যেন ভার্চুয়াল ট্যুর করার সুযোগ করে দিতে তৈরি করা হয়েছে ভিআর টুলস। কিছু দিনের মধ্যেই এটি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে।
বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে কর্মে স্থান দিয়ে সকলকে সোনার মানুষ হওয়ার আহ্বান জানিয়ে এবং বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে বক্তব্য শেষ করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
Discussion about this post