খেলাধুলা ডেস্ক
ইঞ্জুরিতে পড়েছেন কিউই অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে খেলা হচ্ছে না তার। সামান্য হ্যামস্ট্রিংয়ের চোটে প্রথম ওয়ানডের ১৩ জনের দল থেকে বাদ দেয়া হয়েছে তাকে।
রস টেইলরের পরিবর্তে নিউজিল্যান্ডের ওয়ানিডে স্কোয়াডে যুক্ত হয়েছেন মার্ক চাপম্যান। প্লাঙ্ক শিল্ডে সেন্ট্রাল স্টেজ আর ওয়েলিংটন ফায়ারবার্ডের ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পান টেইলর।
কিউই কোচ গ্যারি স্টেড মনে করছেন, চোট জয় করে সিরিজের বাকি দুই ম্যাচে খেলতে পারবেন টেইলর, তিনি বলেন, “এটা ছোট চোট। আমরা আশা করছি বিশ্রাম এবং রিহ্যাব শেষে তাকে ক্রাইস্টচার্চে সিরিজের ২য় ম্যাচে পাবো। এটা উত্তেজনাকর মুহুর্ত মার্কের (চাপম্যান)। সে টি-টোয়েন্টি দলে সাম্প্রতিক সময়ে ভালো করেছেন সুতরাং আমরা আত্মবিশ্বাসী যে সে পূর্ণ উদ্যমে খেলবেন।”
সিরিজের প্রথম ম্যাচে ইউনিভার্সিটি ওভালে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যন্ড।
Discussion about this post