খেলাধুলা ডেস্ক
টি-টোয়েন্টিতে আফগানিস্তান বরাবরই সমীহ জাগানো প্রতিপক্ষ। টেস্ট সিরিজে সমান তালে লড়লেও টি-টোয়েন্টি সিরিজের শুরুতেই সেটা টের পেল জিম্বাবুয়ে।
রহমানউল্লাহ গুরবাজ আক্রমণাত্মক ইনিংস খেললেন, থামলেন সেঞ্চুরি থেকে ১৩ রান দূরে। ব্যাটিংয়ের বাকি কাজটা সারলেন অধিনায়ক আসগর আফগান। তিনি করলেন ফিফটি। এরপর দারুণ বোলিং করলেন রশিদ খান। তাদের নৈপুন্যে প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে ৪৮ রানের সহজ জয় পেয়েছে আফগানিস্তান।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক শন উইলিয়ামস। আফগানদের হয়ে ইনিংস উদ্বোধনে এসে দারুণ শুরু এনে দেন রহমানউল্লাহ গুরবাজ ও কারিম জিনাত। আট ওভার থেকে তারা তুলেন ৮০ রান।
২২ বলে ২৬ রান করে কারিম ফেরত গেলে এই জুটি ভাঙে। এরপর রহমানউল্লাহ জুটি বাধেন অধিনায়ক আসগর আফগানের সঙ্গে। দুজন মিলে ৭৪ রানের জুটি গড়েন তারা। সেঞ্চুরি পাওয়ার সুযোগ ছিল রহমানউল্লাহর সামনে, তিনি আউট হওয়ার সময় বাকি ছিল পাঁচ ওভারের বেশি।
কিন্তু ৬ চার ও ৭ ছক্কায় ৪৫ বলে ৮৭ রানে রায়ান বার্লের বলে ডোনাল্ড তিরিপানোর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান এই ওপেনার। ৬ চার ও ২ ছক্কায় ৩৮ বলে ৫৫ রান করে আউট হন আসগর আফগানও। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৮ রান করে আফগানিস্তান।
তাদের জবাব দিতে নেমে ৩৮ রানের উদ্বোধনী জুটি পেয়েছিল জিম্বাবুয়েও। এরপর ৪৫ রানের জুটি গড়েছিলেন ওপেনার তিনাশে কামুনহুকামে ও অধিনায়ক উইলিয়ামস। কিন্তু এই জুটি ভেঙে যাওয়ার পরই শেষ হয়ে যায় জিম্বাবুয়ের ইনিংসের সম্ভাবনা। ৩৭ বলে ৪৪ রান করা তিনাশেই ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। ৪ ওভারে ২৮ রান দিয়ে তিন উইকেট নেন রশিদ খান।
Discussion about this post