খেলাধুলা ডেস্ক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে ২০২০ সালে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার ম্যাচ আয়োজনের ঘোষণা দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে করোনার কারণে সে ম্যাচ আয়োজন করতে পারেনি। স্থগিত হওয়া এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার ম্যাচ এ বছর মাঠে গড়াবে কি না জানতে চাইলে পাপন বলেন, আমরা এখনো আশাবাদী।
বুধবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেন, ‘যেহেতু এক্সটেন্ডেড হয়েছে ডিসেম্বর পর্যন্ত এই জন্মশতবার্ষিকী উদযাপনটা। সেজন্য আমরা একটা আশার আলো দেখছি। হয়তো এটা আবার করা যেতে পারে। এর সঙ্গে এটাও আমাদের মনে রাখতে হবে যে, কোভিড পরিস্থিতি কিন্তু খুব খারাপের দিকে যাচ্ছে এখন। সেটাও আমাদের চোখে রাখতে হচ্ছে যে কোন দিকে যায়। তবে অবশ্যই আমাদের তো ইচ্ছা যত তাড়াতাড়ি সম্ভব এই টুর্নামেন্টটা করা।’
মুজিববর্ষ উপলক্ষে গত বছরের ২১ ও ২২ মার্চ এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের ম্যাচ দুটি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি। এজন্য দুই দলের স্কোয়াডও তৈরি করেছিল বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। যেখানে বিশ্বের তারকা ক্রিকেটারদের খেলার কথা ছিল। তবে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের ম্যাচ স্থগিত করতে বাধ্য হয় বিসিবি।
বছরব্যাপী জাতির জনকের জন্মশতবার্ষিকী আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনার কারণে সেটি চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত চলবে।
বুধবার মিরপুরে জাতির জনকের ১০১তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করে বিসিবি। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘আসলে এই মুহূর্তে যে আলাপ-আলোচনা শুরু হয়েছে তা না। কিন্তু আমাদের তরফ থেকে একটা প্রস্তুতি নিয়ে যাচ্ছি কখন কী করা যায়, কাদের সঙ্গে খেলা যায় কী ধরনের খেলোয়াড় পাওয়া যেতে পারে কোন সময় থেকে অ্যাভেইলেবল থাকতে পারে, এই সমস্ত বিষয়ে চিন্তা করেই আমরা একটা পরিকল্পনা তৈরি করছি। এটা হওয়ার পরে আমরা ওদের সঙ্গে যোগাযোগ করব।’
পাপন আরও যোগ করেন, ‘আমাদের পরিকল্পনা ছিল এই মাসের শেষের মধ্যেই আমরা যোগাযোগ করতে পারব তাদের সঙ্গে। কিন্তু যেহেতু আমাদের কোভিড আক্রান্তের সংখ্যা আবার বাড়ছে তাতে করে তো একটু শঙ্কিত। অনেক দেশ কিন্তু লকডাউনে চলে গেছে। আপনারা হয়তো খেয়াল করেছেন সামনে কী হবে বলা মুশকিল। এটা আপনাদের নিশ্চিত করতে পারি, যদি কোনো সুযোগ পাই বা প্রথম সুযোগেই আমরা এই খেলাটা আয়োজন করে ফেলব।’
Discussion about this post