খেলাধুলা ডেস্ক
নেপালে যাওয়ার শেষ মুহূর্তে যেন বাংলাদেশ ফুটবল দলে শুরু হয়েছে এক নাটকীয়তা। ‘হয়েও যেন হইলো না শেষ’ এমন এক পর্যায়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
শুরুতে উইঙ্গার রাকিব হাসানের করোনায় আক্রান্ত হলেও দ্বিতীয় দফায় পরীক্ষায় নেগেটিভ ফল আছে। যার ফলে রাকিবের নেপাল যেতে কোন বাঁধা নেই। তবে শেষ দিনের করোনা পরীক্ষায় বাধা পড়ে গেলেন ডিফেন্ডার রহমত মিয়া। করোনা পজিটিভ হওয়ায় দলের সাথে নেপাল যেতে পারছেন না তিনি। তবে রহমত মিয়া নেপাল যাওয়ার সুযোগ শেষ হয়ে যাচ্ছে না। আগামী ২০ তারিখে আবারও করোনা টেস্ট করানো হবে তাকে। ফলাফল নেগেটিভ আসলেই নেপালে উড়াল দিবেন এই ডিফেন্ডার। বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেন জানান,
“শেষ দিনে পাঁচ জনকে করোনা টেস্ট করাই আমরা। যেখানে রাকিব সহ চার জনের ফলাফল নেগেটিভ আসলেও রহমতের পজিটিভ এসেছে। তবে দ্বিতীয় বার টেস্ট করিয়ে যদি নেগেটিভ আসে তবে ২৩ তারিখের আগেই সে নেপাল যেতে পারবে।”
Discussion about this post