নিজস্ব প্রতিবেদক
ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রামের (ইউসিটিসি) স্কুল অফ বিজনেসের উদ্যোগে গতকাল ক্যাম্পাসের কম্পিউটার ল্যাবে স্বাস্থ্যবিধি মেনে এসইও বিষয়ক এক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠিত ওয়ার্কশপে রিসোর্স পারসন হিসেবে অনুষ্ঠান পরিচালনা করেন টপরেটেড ফ্রিল্যান্সার ও রবি টেন মিনিটস খ্যাত ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট জয়িতা ব্যানার্জি।
তিনি বলেন, বর্তমানে প্রতিযোগিতামূলক বিশ্বে ডিজিটাল মার্কেটিং অত্যন্ত দ্রুত এবং নিপুণভাবে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে। কম সময়ে ক্রেতাদের কাছে পৌঁছানোর জন্য ডিজিটাল মাধ্যম এখন খুবই জনপ্রিয় একটি বিপণন কৌশল।
ডিজিটাল মার্কেটিংয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও, যা কিনা সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর আনতে সাহায্য করে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, এসইও এর মাধ্যমে আপনি আউটসোর্সিং করতে পারবেন। আপনার জন্য অনেক কাজ অপেক্ষা করছে। আবার যদি আপনি চিন্তা করেন আউটসোর্সিং করব না নিজের বিজনেস নিজে ডেভলপ করব আপনি সেটাও পারবেন।
Discussion about this post