আন্তর্জাতিক ডেস্ক
করোনা ভাইরাসের তৃতীয় ঢেউয়ের শঙ্কায় ফ্রান্সের রাজধানী প্যারিসে লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার থেকে টাকা এক মাস লকডাউন থাকবে প্যারিস। খবর বিবিসির।
বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, শুধু প্যারিসই নয় ফ্রান্সের অন্তত ১৫ বিভাগে আজ থেকে লকডাউন কার্যকর হবে। তবে পূর্বের লকডাউনের ন্যায় এবারের লকডাউন কিছুটা শিথিল করা হয়েছে। প্রয়োজনীয় কাজে বাইরে বের হওয়া যাবে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ফ্রান্সের ৩৫ হাজারেরও বেশি মানুষ প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স বলেছেন, যে হারে সংক্রমণ বাড়ছে, তাতে আমরা করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছি। সেজন্য নতুন করে এই লকডাউন ঘোষণা করা হয়েছে।
সূত্র: বিবিসি
Discussion about this post