খেলাধুলা ডেস্ক
জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন ২০১৮ সালের নভেম্বরে। নেশন্স কাপের সেই ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ২-০ গোলে হেরেছিলো ফ্রান্স। দুই বছর পর ফ্রান্স জাতীয় দলে ফিরলেন বার্সেলোনা তারকা উসমান দেম্বেলে। এই ফরোয়ার্ডকে রেখে বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করেছেন কোচ দিদিয়ের দেশম।
বিশ্বকাপ বাছাইপর্বের ইউরোপীয় অঞ্চলের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করে ফ্রান্স। দিদিয়ের দেশমের চূড়ান্ত তালিকায় ডাক পেয়েছেন বার্সার হয়ে চলতি মৌসুমে আলো ছড়ানো তরুণ এই ফরোয়ার্ড। উসমান দেম্বেলে ছাড়াও ফ্রান্স দলে ফিরেছেন ক্লাব সতীর্থ ক্লেঁমো লংলে ও অঁতোয়ান গ্রিজমান
দেম্বলে দলে ফেরা প্রসঙ্গে ফরাসি কোচ জানান, ” সে ( উসমান দেম্বেলে) চোটের জন্য ভুগছে। তব এখন সে খেলতা ফিরে নিজের সামর্থ্যের পরিচয় দিয়েছে। সবসময় সে তার সামর্থ্য দিয়ে ব্যবধান তৈরি করে। সে গোল করে এবং আরও বেশি করার যোগ্যতা রাখে। সে আগের অবস্থা ফিরে পেয়েছে।”
বুধবার প্রথম ম্যাচে ইউক্রেনকে আতিথ্য দেবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর বাকি দুই ম্যাচ কাজাখস্তান এবং বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে।
বিশ্বকাপ বাছাইপর্বে ফ্রান্স দলঃ
গোলরক্ষক: উগো লরিস (টটেনহ্যাম হটস্পার), মাইক মিয়াঁ (লিল), স্তিভ মাদাঁদাঁ (মার্সেই), আলফুঁস আরিওলা (ফুলহ্যাম)।
ডিফেন্ডার: বাঁজামাঁ পাভার্দ (বায়ার্ন মিউনিখ), রাফায়েল ভারানে (রিয়াল মাদ্রিদ), প্রেসনেল কিম্পেম্বে (পিএসজি), ক্লেঁমো লংলে (বার্সেলোনা), কুর্ত জুমা (চেলসি), লুকা এরনঁদেজ (বায়ার্ন মিউনিখ), ফেরলঁদ মঁদি (রিয়াল মাদ্রিদ), লুকাস দিনিয়ে (এভারটন), লিও দুবয়ঁ (লিওঁ)।
মিডফিল্ডার: এনগোলো কঁতে (চেলসি), আদ্রিওঁ রাবিও (ইউভেন্তুস), মুসা সিসোকো (টটেনহ্যাম হটস্পার), পল পগবা (ম্যানচেস্টার ইউনাইটেড), তঁগি দঁম্বেলে (টটেনহ্যাম হটস্পার)।
ফরোয়ার্ড: উইসাম বেন ইয়েদের (মোনাকো), অলিভিয়ে জিরুদ (চেলসি), অঁতোয়ান গ্রিজমান (বার্সেলোনা), কিলিয়ান এমবাপে (পিএসজি), কিংসলে কোমান (বায়ার্ন মিউনিখ), অঁতনি মার্শিয়াল (ম্যানচেস্টার ইউনাইটেড), উসমান দেম্বেলে (বার্সেলোনা), তুমা লিমাঁ (আতলেতিকো মাদ্রিদ)।
Discussion about this post